শনিবার, ২৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা

উখিয়ায় হেফজখানার শিশু ছাত্র খুন

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় বায়তুশ শরফ মাদরাসা নামের একটি হেফজখানায় রিফাত নামের এক ছাত্রের ছুরির আঘাতে আরেক ছাত্র মোহাম্মদ আরাফাত (৯) খুন হয়েছে। বৃহস্পতিবার আনুমানিক রাত ৯টার দিকে উপজেলার জালিয়াপালংয়ের সোনাইছড়ির বায়তুশ শরফ মাদরাসায় এ ঘটনা ঘটে। নিহত আরাফাত জালিয়াপালং দক্ষিণ সোনাইছড়ি এলাকার ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) চালক হাছন আলীর ছেলে। এ বিষয়ে নিহতের চাচা অ্যাডভোকেট রিদুওয়ান বলেন, এশার নামাজের পর রাতে যখন সবাই খেতে যায় তখন হেফজখানার বাথরুমে আমার ভাইপোকে ছুরিকাঘাত করে দুষ্কৃৃতকারী। পরে আরফাতকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, পরে হেফজখানার  ছাত্র ও অন্যদের সঙ্গে কথা বলে জানতে পারি, একই গ্রামের সিএনজি ড্রাইভার আলমগীরের ছেলে রিফাত ( ১৭) আমার ভাইপোকে মুখ চেপে ধরে মসজিদের পেছনে নিয়ে ছুরিকাঘাত করেছে। রিফাতকে দুই বছর আগে অসদাচারণের জন্য হেফজখানা থেকে বের করে দেওয়া হয়। উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, আরাফাতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। রিফাত এবং তার বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি বলেন, বিষয়টি এখনো তদন্তাধীন, তাই কী কারণে আরফাতকে হত্যা করা হয়েছে তা এখনই জানানো সম্ভব হচ্ছে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর