শনিবার, ২৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা

যুবককে পিটিয়ে হত্যা পদ্মা সেতু প্রকল্পের ৯ কর্মী আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু প্রকল্প এলাকায় জুলহাস (৩৫) নামে এক যুবক নিরাপত্তাকর্মীদের গণপিটুনিতে নিহত হয়েছেন।

গতকাল সকালে সেতু প্রকল্পের মাওয়া চৌরাস্তার কাছে ঘটনাটি ঘটে। জুলহাস লৌহজংয়ের কুমারভোগ পদ্মা সেতু পুনর্বাসন কেন্দ্রের মৃত হাসান হালদারের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে নয়জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন সেলিম, সুশান্ত, রাব্বি, আল-আমিন, তপু, রুবেল, ইসরাফিল, আবদুল মান্নান ও আরিফ।

নিহত জুলহাসের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি পেশায় অটোরিকশা চালক কিন্তু কী কারণে বা কীভাবে পদ্মা সেতু প্রকল্প এলাকায় প্রবেশ করেছেন তা তাদের জানা  নেই। তারা জুলহাসকে আটকের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে প্রকল্পের নিরাপত্তাকর্মীদের তাকে মারতে দেখেন। গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসাইন জানান, সেতু প্রকল্প এলাকায় কারও অনুমতি ছাড়া জুলহাস ঢোকেন এবং নিরাপত্তাকর্মীদের চোর সন্দেহে গণপিটুনিতে মারাত্মক আহত হন।

হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে নয়জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর