শনিবার, ২৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা

পদ্মায় জেলের জালে ২২ কেজির পাঙ্গাশ

রাজবাড়ী প্রতিনিধি

পদ্মায় জেলের জালে ২২ কেজির পাঙ্গাশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে এক জেলের জালে ২২ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে।

গতকাল ভোরে পাবনার কাজিরহাট এলাকার জেলে পরাণ হালদারের জালে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ৩০ হাজার ৮০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন। পরাণ হালদার বলেন, শুক্রবার ভোর রাতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে জাল ফেললে মাছটি ধরা পড়ে। পরে মাছটি বিক্রি জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে মো. দুলালের আড়তে তুললে সেখান থেকে চান্দু মোল্লা মাছটি কেনেন। দৌলতদিয়া ফেরিঘাটের চাঁদনী-আরিফা ভান্ডারের মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, বেশ কিছু দিন পদ্মায় বড় মাছ তেমন পাওয়া যাচ্ছিল না। সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে গেলে বড় আকৃতির পাঙ্গাশ মাছটি দেখতে পাই। জানা যায়, মাছটির ওজন ২২ কেজি। স্থানীয় আড়তদার খোলা ডাকে মাছটি বিক্রির কথা বললে আমি সর্বোচ্চ দামে মাছটি কিনে নিই। পরে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর