রবিবার, ২৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা
ঐতিহ্য

মেঘনায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

মেঘনায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ

কুমিল্লার মেঘনা উপজেলার রামপুরে মেঘনা ও কাঁঠালিয়া নদীর মোহনায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকাবাইচ। শতাধিক নৌযান প্রতিযোগিতায় অংশ নেয়। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিযোগিতায় কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার বিভিন্ন নৌযান অংশ নেয়। টানটান উত্তেজনা ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন বয়সের হাজারো নারী-পুরুষ প্রতিযোগিতা  দেখে আনন্দ উপভোগ করেন। আশপাশের কয়েকটি জেলার বিভিন্ন উপজেলার মানুষও আসেন প্রতিযোগিতা দেখতে। ট্রলারে, স্পিডবোটে চড়ে, গাছের মাথায় বা বাড়ির ছাদে উঠে যে যেমনি পারেন এ প্রতিযোগিতা দেখেন। প্রতিযোগিতাটি স্থানীয় সোনাকান্দা থেকে শুরু হয়ে রামপুর এসে শেষ হয়। মেঘনা ও কাঁঠালিয়া নদীর প্রায় ২ কিলোমিটারের মধ্যে ছোট-বড়-মাঝারি তিনটি ইভেনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো এবারও গাজী ফাউন্ডেশনের উদ্যোগে এ নৌকাবাইচ হয়। প্রতিযোগিতায় প্রথম বিজয়ী নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী গ্রামের কলিমুল্লাহ সরকার পান ওয়ালটন ফ্রিজ, দ্বিতীয় বিজয়ী মেঘনার হরিপুর গ্রামের সোহেল পান এলইডি টিভি আর তৃতীয় বিজয়ী মেঘনার হরিপুর গ্রামের হাসান আলী পান মোবাইল ফোনসেট। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য (সংরক্ষিত আসন) সেলিনা ইসলাম সিআইপি। গাজী সিরাজুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন মেঘনা উপজেলা ভাইস চেয়ারম্যান মিলন সরকার।

সর্বশেষ খবর