সোমবার, ৩০ আগস্ট, ২০২১ ০০:০০ টা

মেয়রকে এডিসের লার্ভা উপহার দিতে গেলেন পুরান ঢাকাবাসী

নিজস্ব প্রতিবেদক

মেয়রকে এডিসের লার্ভা উপহার দিতে গেলেন পুরান ঢাকাবাসী

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে উল্লেখ করে সংস্থাটির মেয়রকে এডিসের লার্ভা উপহার দেওয়ার কর্মসূচি পালন করেছে ‘বিক্ষুব্ধ পুরান ঢাকার বাসিন্দারা’। কর্মসূচি শেষের দিকে উপস্থিত বাসিন্দাদের হাত থেকে লার্ভার পাত্র কেড়ে নেন ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীরের এক সহকারী। গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সামনে এ ঘটনা ঘটে। কর্মসূচিতে পুরান ঢাকার বংশালের বাসিন্দা আলাউদ্দিন বলেন,   আমরা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের সুদৃষ্টি আকর্ষণ করার জন্যই তাকে লার্ভা উপহার দিতে এসেছি। আমাদের ঢাকাবাসী জলাবদ্ধতা মশা আর ডেঙ্গুতে আতঙ্কিত। এর থেকে বাঁচার জন্যই এখানে আসা। আমরা ঘুমাতে পারছি না। পরে সেই এডিসের লার্ভার পাত্রটি হাতে নিয়ে ওই কাউন্সিলর বলেন, এ কাজটি করা হয়েছে আমাদের সেবা কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে। আমি পুরান ঢাকার কাউন্সিলর, তারা যেভাবে বলছে সেই অর্থে পুরান ঢাকায় ডেঙ্গু রোগী নেই। মশার বিস্তার নেই। আমরা মশক নিধনে, এডিসের লার্ভা ধ্বংসে সর্বোচ্চ কাজ করে যাচ্ছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর