শিরোনাম
মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

আফগান শিক্ষার্থীদের কাবুল থেকে যেভাবে আনা হলো

প্রতিদিন ডেস্ক

তাদের জন্য সময়টা ছিল দুঃস্বপ্নের মতো, সাতটা বাসে তাদের কেটেছে ৪০ ঘণ্টা; দুই দফা মরিয়া চেষ্টা ব্যর্থ হওয়ার পর চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) ১৬০ জন সাবেক-বর্তমান শিক্ষার্থী শেষ পর্যন্ত কাবুল ছাড়তে সক্ষম হন মার্কিন বাহিনীর সহযোগিতায়। খবর বিডিনিউজের। এ বিষয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি কামাল আহমেদ টুইটারে লিখেছেন, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের আফগান শিক্ষার্থীরা ছুটিতে বাড়ি গিয়ে আটকা পড়েছিলেন, কারণ তালেবান কাবুল দখল করে নেওয়ার পর তারা ফেরার ফ্লাইট পাচ্ছিলেন না। তাদের বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল গত ২৫ আগস্ট। কিন্তু যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সন্ত্রাসী হামলার সতর্কতা জারি করলে সেদিন তাদের কাবুল বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। তারা ফিরে যাওয়ার ঘণ্টাখানেক পর বিমানবন্দরের বাইরে আইএসের আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৭০ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে ১৩ জন মার্কিন সেনাও রয়েছেন।  দুদিন পর  যুক্তরাষ্ট্রের সামরিক বিমান তাদের নিরাপদেই কাবুল থেকে বের করে নিয়ে যায় এবং কাতারের মার্কিন সামরিক ঘাঁটিতে পৌঁছে দেয়। এমন পরিস্থিতিতেই আমরা তাদের সেখান থেকে সরিয়ে আনার প্রস্তুতি নিই। আর কেবল বর্তমান শিক্ষার্থীদের নয়, যারা আগে আমাদের এখানে পড়েছে, তাদের মধ্যে যারা আবার স্নাতক পর্যায়ের কোনো কোর্সে আসতে চায়, ভবিষ্যতে নিজের দেশে ফিরে সুন্দর জীবন গড়তে চায়, তাদেরও আমরা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিলাম। সাতটি বাসে করে সাবেক-বর্তমান শিক্ষার্থীদের ওই দলটিকে দুইবার কাবুল বিমানবন্দরে নেওয়া হয়েছিল, কিন্তু ফ্লাইট না ছাড়ায় তাদের ফিরে যেতে হয়। ৪০ ঘণ্টা সময় তাদের পার করতে হয় সেই বাসের ভিতর। শেষ পর্যন্ত তৃতীয় দফার চেষ্টা সফল হয় ‘অসাধারণ কিছু মানুষের সহায়তায়’। চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থীদের সঙ্গে ১২ জন বাংলাদেশি কাবুল থেকে কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে পৌঁছেছেন।

সর্বশেষ খবর