শিরোনাম
মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস মহামারীর মধ্যে দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এ সময়ের মধ্যে মারা গেছেন ৪২ জন। গতকাল সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২১৩ আর ঢাকার বাইরের হাসপাতালে ২০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৯০-এ। আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৮৯৫ জন।

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫০-এ। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৪ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৪৬ জন। এ বছর জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩২, ফেব্রুয়ারিতে ৯, মার্চে ১৩, এপ্রিলে ৩, মেতে ৪৩, জুনে ২৭২, জুলাইতে ২ হাজার ২৮৬, আগস্টে গতকাল পর্যন্ত ৭ হাজার ৪২৩ জন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানিয়েছে, ডেঙ্গু উপসর্গ নিয়ে চলতি বছর ৪২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বছরের প্রথম সাত মাসে ১২ জনের মৃত্যু হলেও পরের মাসের ২৯ দিনে ৩০ জনের মৃত্যু হয়েছে।

 

সর্বশেষ খবর