মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১ ০০:০০ টা
প্রকৃতি

জেলের জালে ১৬ কেজির বোয়াল

রাজবাড়ী প্রতিনিধি

জেলের জালে ১৬ কেজির বোয়াল

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ১৬ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। মাছটি বিক্রি হয়েছে প্রায় ৩৭ হাজার টাকায়।

গতকাল ভোরে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পদ্মা নদীতে পলাশ হালদারের জালে বোয়াল মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য আড়তে আনা হয় মাছটি। এ সময় ২ হাজার ২০০ টাকা কেজি দরে স্থানীয় আড়তদার শাজাহান  শেখ মাছটি ক্রয় করেন। জানা যায়, পলাশ হালদার গোয়ালন্দের উজানচর ইউনিয়নের কামারডাঙ্গীচর এলাকায় পদ্মা নদীতে গতকাল দিবাগত রাতে বড় মাছের আশায় জাল ফেলে। ভোরের দিকে তার জালে মাছটি ধরা পড়ে। শাজাহান শেখ বলেন, মাছটি ২ হাজার ৩০০ টাকা কেজি দরে ৩৬ হাজার ৮০০ টাকায় ফরিদপুরের মধুখালীর এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছি।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, বর্তমানে পদ্মা নদীতে বড় বড় মাছ ধরা পড়ছে। এটি মৎস্য বিভাগের জন্য খুশির খবর। আমরা চেষ্টা করছি দৌলতদিয়ার বিভিন্ন এলাকায় মাছের অভয়াশ্রম গড়ে তোলার জন্য।

সর্বশেষ খবর