বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

মৃত্যুর সর্বনিম্ন হার এখন ঢাকাতেই, সর্বোচ্চ খুলনায়

শামীম আহমেদ

করোনাভাইরাস সংক্রমণে এখন পর্যন্ত ঢাকা বিভাগে সর্বাধিক মৃত্যুর ঘটনা ঘটলেও শনাক্ত রোগীর বিপরীতে এ বিভাগেই মৃত্যুহার সবচেয়ে কম। দেশে সর্বোচ্চ মৃত্যুহার খুলনা বিভাগে। ঢাকা বিভাগে প্রতি ১০০ জন রোগীর বিপরীতে মারা গেছেন ১.৩০ জন। খুলনা বিভাগে এ সংখ্যা ৩.১৪। এ ছাড়া এ বিভাগের তিনটি জেলায় মৃত্যুহার  ৫ শতাংশের কাছাকাছি। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বিশ্লেষণে এমনটাই দেখা গেছে। সংশ্লিষ্টদের মতে, ঢাকায় জনঘনত্বের কারণে সংক্রমণ বেশি হয়েছে। নমুনা পরীক্ষা বেশি হওয়ায় রোগী শনাক্ত হয়েছে বেশি। রোগী বেশি হওয়ায় মৃত্যুও বেশি। দেশের অন্যান্য জেলা থেকে চিকিৎসা নিতে ঢাকায় এসেও মৃত্যু হয়েছে অনেকের। তবে সর্বাধুনিক ও সর্বাধিক চিকিৎসা সুবিধা রাজধানীকেন্দ্রিক হওয়ায় শনাক্ত রোগীর বিপরীতে মৃত্যুহার এ বিভাগেই কম। পুরো বিভাগে সবচেয়ে কম মৃত্যুহার ঢাকা জেলায়, (মহানগরসহ) মাত্র ১.০৪ শতাংশ।

অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল পর্যন্ত দেশে করোনায় মোট ২৬ হাজার ১৯৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৪৩৬ জনই (৪৩.৬৬ শতাংশ) মারা গেছেন ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৫ হাজার ২৫০, খুলনা বিভাগে ৩ হাজার ৪১৭, রাজশাহী বিভাগে ১ হাজার ৯৪৬, রংপুর বিভাগে ১ হাজার ৩০৪, সিলেট বিভাগে ১ হাজার ১৪৭, বরিশাল বিভাগে ৮৯৫ ও ময়মনসিংহ বিভাগে ৮০০ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যায় ঢাকা বিভাগ শীর্ষে ও খুলনা বিভাগ তিন নম্বরে থাকলেও প্রতি ১০০ জনের বিপরীতে সর্বাধিক মৃত্যু হয়েছে খুলনায় ও সর্বনিম্ন ঢাকায়। প্রতি ১০০ রোগীর বিপরীতে দেশের গড় মৃত্যু ১.৭৫ জন হলেও বিভাগভিত্তিক মৃত্যু যথাক্রমে খুলনায় ৩.১৪, রংপুরে ২.৪৫, ময়মনসিংহ ও চট্টগ্রামে ২.২৬, সিলেটে ২.১৯, রাজশাহী ও বরিশালে ২.০৪ এবং ঢাকায় ১.৩০ জন। এর মধ্যে খুলনা বিভাগের মেহেরপুরে মৃত্যুহার ৪.৭১ শতাংশ, যা দেশের মধ্যে সর্বোচ্চ। এ বিভাগের ১০টি জেলার সাতটিতেই মৃত্যুহার ৩ শতাংশের ওপরে। ৩ শতাংশের ওপরে মৃত্যুহার রয়েছে ঢাকা বিভাগের মুন্সীগঞ্জে ৩.১৯ শতাংশ, ময়মনসিংহ বিভাগের নেত্রকোনায় ৩.১৭ ও জামালপুরে ৩.০৯, চট্টগ্রাম বিভাগের চাঁদপুরে ৪.০৪, কুমিল্লায় ৩.৭৪, ব্রাহ্মণবাড়িয়ায় ৪.১২, রংপুর বিভাগের ঠাকুরগাঁওয়ে ৩.৩৫, খুলনা বিভাগের বাগেরহাটে ৩.৩৯, চুয়াডাঙ্গায় ৩.৮১, ঝিনাইদহে ৪.১৭, কুষ্টিয়ায় ৪.৪৩, মাগুরায় ৩.০৯, মেহেরপুরে ৪.৭১ ও নড়াইলে ৩.৩৬ শতাংশ। রাজশাহী, বরিশাল ও সিলেট বিভাগের সব জেলায় মৃত্যুহার ৩ শতাংশের নিচে। দেশে ১ শতাংশের নিচে মৃত্যুহার বান্দরবানে দশমিক ৮০ শতাংশ ও রাঙ্গামাটিতে দশমিক ৮৮ শতাংশ। এদিকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ২৮ হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৩৫৭ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১.৯৫ শতাংশ। এ সময়ে মৃত্যু হয়েছে ৮৬ জন করোনা রোগীর। সুস্থ হয়েছেন ৪ হাজার ১০২ জন। গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ হাজার ৬১৮। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ১৯৫ জনের। সুস্থ হয়েছেন ১৪ লাখ ২৫ হাজার ৯৮৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৪৪ জন ছিলেন পুরুষ ও ৪২ জন নারী। হাসপাতালে ৮৫ ও বাড়িতে একজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ২২, চট্টগ্রাম বিভাগে ১৯, রাজশাহী বিভাগে ১২, খুলনা বিভাগে ১৫, বরিশাল বিভাগে দুই, সিলেট বিভাগে ৯, রংপুর বিভাগে পাঁচ ও ময়মনসিংহ বিভাগে দুজন মারা গেছেন।

সর্বশেষ খবর