বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

দুই জেলায় এক লাশ

মির্জা মেহেদী তমাল

দুই জেলায় এক লাশ

ঢাকা থেকে পাঠানো একটি পারসেলে মাথাবিহীন লাশ উদ্ধার করে চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশ। একই দিন ঢাকা থেকে সিলেটগামী একটি পরিত্যক্ত ব্যাগ থেকে উদ্ধার করা হয় খন্ডিত মাথা। পুলিশি তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। খন্ডিত মস্তক ও মস্তকবিহীন দেহ একই ব্যক্তির। পরিচয় মেলে তার। তিনি ঢাকার তেল ব্যবসায়ী মতিউর রহমান। ১৯৮৪ সালে এ পারসেলমোড়া খুনের ঘটনাটি তখন বেশ আলোড়ন তুলেছিল। পুলিশ খুনি চক্রকেও গ্রেফতার করতে সমর্থ হয়।

১৯৮৪ সালের ডিসেম্বরে ঢাকা থেকে একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চট্টগ্রামে ট্রাংকের পারসেল পাঠানো হয়। চট্টগ্রাম কুরিয়ার সার্ভিসের অফিস থেকে ট্রাংকটি নিয়ে বেরিয়ে যান এক কর্মী। রিয়াজউদ্দিন বাজারের এক ব্যবসায়ীর ঠিকানায় ঢাকা থেকে আসা কালো রঙের ওই ট্রাংক পৌঁছে দিতে তিনি অলিগলি চষে বেড়াচ্ছেন। কিন্তু কোথাও ঠিকানা খুঁজে পাচ্ছিলেন না। তাকে এলোপাতাড়ি ঘুরতে দেখে পুলিশের সন্দেহ হয়। ট্রাংকসহ তাকে কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ। থানায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ উপস্থিত হন একজন ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেটের সামনে পুলিশ কর্মকর্তারা ট্রাংকের তালা ভাঙেন। ট্রাংকের ঢাকনা খুলতেই হতভম্ব সবাই। সবার দৃষ্টি স্থির। কয়েক মুহূর্তের জন্য প্রত্যেকের জবান যেন বন্ধ হয়ে যায়। ট্রাংক থেকে বের করা হলো মস্তকবিহীন এক পুরুষের লাশ। পারসেলের ভিতর মস্তকবিহীন লাশ উদ্ধারের পর পুলিশ হতভাগ্য ব্যক্তির পরিচয়ের সন্ধানে মাঠে নামে। অন্যদিকে একই দিন ঢাকা-সিলেটগামী একটি ট্রেনের সিটের নিচে একটি ব্যাগ দেখতে পান একজন যাত্রী। ট্রেনটি সিলেট পৌঁছার পর মালিকবিহীন ব্যাগটি ওই যাত্রী তুলে নেন। তিনি সেটি বাসায় নিয়ে যান। বাসায় ব্যাগটি খুলেই মানুষের খন্ডিত মাথা দেখতে পান। ভীতসন্ত্রস্ত ওই ব্যক্তি তখনই পুলিশকে বিষয়টি জানান। পুলিশ পরে জানতে পারে চট্টগ্রামে দেহ আর সিলেটে উদ্ধার মস্তক একই ব্যক্তির। ঢাকা থেকে নিখোঁজ এক ব্যবসায়ীর পরিবার খোঁজ করে চট্টগ্রাম ও সিলেট পুলিশের সঙ্গে। তারা ছবি দেখে শনাক্ত করেন ওই লাশ তাদের স্বজনের। ঢাকার পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করে। অবশেষে গ্রেফতার হন তেল ব্যবসায়ীর বন্ধু শফিক। শফিক পুলিশকে জানিয়েছিলেন মতিউর তার কাছে ২৫ হাজার টাকা পেতেন। ওই টাকার জন্য মতিউর তাকে চাপ দিচ্ছিলেন। যে কারণে তাকে হত্যার পরিকল্পনা করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর