বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
সাবেক ছাত্রলীগ নেতার খোলা চিঠি

ভাইয়া গ্রুপের হাত থেকে হিন্দু ধর্ম রক্ষা করুন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পটিয়া আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীকে নিয়ে বিতর্ক থামছেই না। সর্বশেষ টিকা কেলেঙ্কারিতেও জড়ায় তার নাম। এর রেশ কাটতে না কাটতেই এবার হুইপ সামশুল হক চৌধুরীর ভাইয়া গ্রুপের হাত থেকে হিন্দুধর্ম রক্ষার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খোলা চিঠি লিখেছেন সাবেক ছাত্রলীগ নেতা অভিজিৎ ধর বাপ্পি। ফেসবুকে পরপর দুটি স্ট্যাটাসে হুইপ সামশুলকে পটিয়ার ‘কাউয়া সাংসদ’ ও ‘বিচ্ছু চক্রবর্তী’ সম্বোধন করে তিনি লিখেছেন, ‘বিএনপি-জাতীয় পার্টির কোলে দোল খেয়ে অনেক কুকর্মের জন্মদাতা এই বিচ্ছু। তিনি এই শোকাবহ আগস্টে বঙ্গবন্ধুর খুনি মোশতাকের মন্ত্রিসভার সদস্যের নামে রাস্তা উদ্বোধন করেছেন। তার ভাইয়া গ্রুপ দ্বারা নিয়ন্ত্রিত হয় পূজা কমিটিসহ অন্যান্য দেবোত্তর সম্পত্তির কমিটিগুলো।’

হুইপ সামশুল হক চৌধুরীকে উদ্দেশ করে বর্তমানে লন্ডনপ্রবাসী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই সাবেক ছাত্রনেতা অভিজিৎ প্রশ্ন তোলেন, ‘আমার ধর্মের কেউ তো আপনার মসজিদ কমিটি বা ঈদগাহ ময়দানে ইমামতি করতে যায় না। আপনি কেন আসবেন? আপনি কী বোঝেন আমার ধর্মীয় ইতিহাসের তত্ত্ব?’

ফেসবুক স্ট্যাটাসে অভিজিৎ ধর বাপ্পি লেখেন, ‘সামশুল আলম “বিচ্ছু চক্রবর্তী” পটিয়া জন্মাষ্টমী কমিটির পবিত্র সভায় প্রধান অতিথি। ভাইয়া গ্রুপ থেকে আমার ধর্মকে রক্ষা করুন। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা মহা আনন্দঘন ধুমধামে পৃথিবীজুড়ে পালন করে থাকে। আজ পরিবেশ পরিস্থিতির প্রক্ষায়ণে লিখতে বাধ্য হচ্ছি, জাতীয় চেতনায় আমি বাঙালি এবং ধর্মীয় চেতনায় আমি হিন্দু। চট্টগ্রাম পটিয়া থেকে একজন খুবই আক্ষেপের সঙ্গে বললেন, পটিয়া জন্মাষ্টমী পরিষদ কর্তৃক আয়োজিত ধর্মীয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে “সামশুল আলম বিচ্ছু চক্রবর্তী”। একমাত্র বাংলাদেশেই এই ভাইয়া গ্রুপ দ্বারা নিয়ন্ত্রিত হয় পূজা কমিটিসহ

অন্যান্য দেবোত্তর সম্পত্তির কমিটিগুলো। আমার মতো অনেক নিরীহ সনাতন হিন্দুর প্রশ্ন- আমার ধর্মের কেউ তো আপনার মসজিদ কমিটি বা ঈদগাহ ময়দানে ইমামতি করতে যায় না, আপনি কেন আসবেন? আপনি কী বোঝেন আমার ধর্মীয় ইতিহাসের তত্ত্ব? জবাব দিন আমার চক্রবর্তী ভাইজানরা।’

এর পরই তিনি আরেকটি স্ট্যাটাসে লেখেন, ‘পটিয়ার কাউয়া সাংসদ সামশুল আলম বিচ্ছু এই ঐতিহাসিক রক্তাক্ত আগস্টে বঙ্গবন্ধুর খুনির নামে পটিয়ায় রাস্তা উদ্বোধন করল। বঙ্গবন্ধুর খুনি মোশতাকের মন্ত্রিসভার প্রতিমন্ত্রীর নামে পটিয়ায় “নুরুল ইসলাম সড়ক”। বিএনপি-জাতীয় পার্টির কোলে দোল খেয়ে অনেক কুকর্মের জন্মদাতা এই বিচ্ছু। (১) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অবসরপ্রাপ্ত মহাপরিচালক জামালউদ্দিন সাহেব মরণব্যাধি করোনা আইসোলেশন সেন্টার করতে চেয়েছিলেন, বিচ্ছু বাধা দিল। (২) একুশে পদকজয়ী হায়দার ভাই করোনায় আক্রান্ত দুস্থ মানুষদের খাবার বিতরণ করতে গেলে বিচ্ছু বাধার সৃষ্টি করল। (৩) বিচ্ছু ভ্রাতৃদ্বয় করোনা টিকা চুরি করে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রয় করতে গিয়ে ধরা পড়ল। প্রধানমন্ত্রী থাকেন ঢাকা গণভবনে, চট্টগ্রাম পটিয়ার প্রত্যন্ত অঞ্চলের খবর উনার কাছে না আসবারই কথা। কিন্তু প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আমার বিশ্ববিদ্যালয় জীবনের সহপাঠী বন্ধু ড. আহমেদ কায়কাউস রানার জন্মস্থান পটিয়ায়, তার তো দৃষ্টগোচর হওয়ার কথা। আগস্ট মাসটি প্রত্যেক বাঙালির জন্য এক শোকাবহ ঐতিহাসিক মাস। এ মাসটিতেই হুইপ সামশুল আলম বিচ্ছু উদ্বোধন করল বঙ্গবন্ধুর খুনি মোশতাকের মন্ত্রিসভার প্রতিমন্ত্রীর নামে পটিয়া কোর্ট বিল্ডিংসংলগ্ন এ রাস্তা।’

উল্লেখ্য, দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী পটিয়া রামকৃষ্ণ সেবাশ্রমে পটিয়া উপজেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের উদ্যোগে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও সকাল থেকে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান সাজানো হয়। এতে পটিয়া উপজেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি মাস্টার শ্যামলকান্তি দের সভাপতিত্বে ও পটিয়া পূজা কমিটির সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ নেতা প্রণব দাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী।

সর্বশেষ খবর