বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

প্রাইভেট কারের ভিতরে দুই গ্যারেজ কর্মীর লাশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সেগুনবাগিচায় গাড়ি মেরামতের গ্যারেজের সামনের সড়কে রাখা প্রাইভেট কার থেকে দুজনকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা হলেন কুমিল্লার লালমাই উপজেলার উৎসবকদুয়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে সিয়াম মজুমদার (১৮) ও ফরিদপুরের সদরপুর উপজেলার মুন্সিডাঙ্গা গ্রামের শেখ হানিফের ছেলে রাকিব (১৭)। দুজনই গাড়ি মেরামতের কাজ করতেন। দুজন আলাদা গ্যারেজের কর্মচারী।

যে গ্যারেজের গাড়ি থেকে ওই দুজনকে উদ্ধার করা হয় সেই গ্যারেজের মালিক মো. বাচ্চু জানান, তার মালিকানাধীন বাচ্চু অটোমোবাইলসে ওই গাড়িটি (ঢাকা মেট্রো-গ-১৬-০৮৮৫) মেরামত করা হয়। গাড়িটি কাপড় দিয়ে ঢাকা অবস্থায় গ্যারেজসংলগ্ন সড়কের এক পাশে রাখা ছিল। আজ (গতকাল) সকাল সাড়ে ৯টার দিকে গ্যারেজে এসে ওই গাড়ির ভিতর দুই কর্মচারীকে অচেতন অবস্থায় পান। দ্রুত তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেগুনবাগিচায় কুরবান মোটরসে কাজ করত সিয়াম। থাকত ধোলাইপাড়ে চাচা জহিরুল ইমলামের বাসায়। আর রাকিব বাচ্চু অটোমোবাইলসে কাজ করত। থাকত বাচ্চুর খিলগাঁও নন্দীপাড়ার বাসায়। গ্যারেজ মালিক মো. বাচ্চু বলেন, ‘সিয়াম ও রাকিব দুজন বেশির ভাগ সময়ই রাতে বাসায় ঘুমাত। মাঝেমধ্যে গ্যারেজেও ঘুমাত। সোমবার তারা দুজন গ্যারেজের সামনের সড়কের পাশে রাখা ওই প্রাইভেট কারে ঘুমিয়েছিল। সকালে গ্যারেজে গিয়ে দেখি প্রাইভেট কারের সামনের দুই সিটে পাশাপাশি তারা ঘুমিয়ে রয়েছে। কারটির দরজা ভিতর থেকে বন্ধ এবং জানালা আটকানো ছিল। অনেকক্ষণ ডাকাডাকি করেও সাড়া না পেয়ে গাড়িটির দরজা ভেঙে ভিতরে তাদের অচেতন অবস্থায় পাই।’ ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের ঢামেক জন্য মর্গে রাখা হয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন নেই। ঘটনাটি তদন্তের জন্য শাহবাগ থানা পুলিশকে অবহিত করা হয়েছে। সিয়ামের চাচা জহির বলেন, তারা দুজন সোমবার রাতে কাজ শেষে খাবার খেয়ে ঘুমিয়ে ছিল। স্থানীয়দের বরাত দিয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, ‘সেগুনবাগিচার নাভানা সিএনজি কনভারশন ওয়ার্কশপের সামনে একটি মাইক্রোবাস রং করার জন্য রাখা ছিল। ওই দুজন সোমবার গভীর রাত পর্যন্ত ওই গাড়ি রং করার কাজ করেছে। সেই গাড়ির ভিতরে দুজনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাদের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন ছিল না। মৃত্যুর কারণ আমরা এখনই বলতে পারছি না। গ্যাসের কারণেও হতে পারে। ময়নাতদন্তের পর বলা যাবে।’

সর্বশেষ খবর