বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

কুমিল্লায় খন্দকার মোশতাকের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ

কুমিল্লা প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনে অভিযুক্ত খন্দকার মোশতাকের দাউদকান্দির বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে কয়েকটি দরজা-জানালা। বাড়ির সামনে তার কুশপুত্তলিকায় অগ্নিসংযোগও করা হয়। গতকাল দশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মোশতাকের সম্পত্তি বাজেয়াপ্তের দাবিতে দশপাড়ার বাড়ি ঘেরাওসহ প্রতিকৃতিতে ঘৃণা প্রদর্শন কর্মসূচির আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। কর্মসূচি চলাকালে নেতা-কর্মীরা স্লোগান দিয়ে বাড়ির সামনে যান এবং ইটপাটকেল নিক্ষেপ করেন।

জানা গেছে, বাড়িটিতে মোশতাকের পরিবারের কেউ থাকেন না। তবে স্থানীয় মসজিদের ইমাম একটি কক্ষে থাকতেন। ঘটনার সময় তিনিও বাড়িতে ছিলেন না। দাউদকান্দি থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘হামলার খবর শুনে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’ এদিকে দাউদকান্দির দশপাড়া বঙ্গবন্ধু ঈদগাহ মাঠে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি লিল মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুস সালাম, পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন, উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউসার অনীক প্রমুখ। সমাবেশে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

সর্বশেষ খবর