রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

তিন মাস পর শনাক্ত ১০ শতাংশের নিচে

২৪ ঘণ্টায় শনাক্ত ১ হাজার ৭৪৩, মৃত্যু ৬১

নিজস্ব প্রতিবেদক

নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্তের হার তিন মাস পর আবারও ১০ শতাংশের নিচে নেমেছে। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৭৫০ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৭৪৩ জনের দেহে সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার ৯.৮২ শতাংশ। এর আগে ১০ শতাংশের নিচে (৯.৯৪ শতাংশ) শনাক্তের হার ছিল গত ৩ জুন। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৬১ জন, যা ৮০ দিনের মধ্যে সর্বনিম্ন। এর চেয়ে কম ৬০ জনের মৃত্যুর খবর দেওয়া হয়েছিল গত ১৬ জুন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল পর্যন্ত দেশে মোট ১৫ লাখ ১২ হাজার ২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৬ হাজার ৪৯৩ জন। সুস্থ হয়েছেন ১৪ লাখ ৪৬ হাজার ৩ জন। এদিকে এক দিনের ব্যবধানে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা কমে গেছে ১১ হাজার ৬৮৮টি। ৩ সেপ্টেম্বর ২৯ হাজার ৪৩৮টি নমুনা পরীক্ষার তথ্য জানানো হলেও গতকাল সংখ্যাটি ছিল ১৭ হাজার ৭৫০টি। বন্ধের দিন হওয়ায় প্রতি শুক্রবার কম নমুনা পরীক্ষা হয়। সেই তথ্য দেওয়া হয় শনিবার। তবে গতকালের আগের শনিবারও ২৫ হাজারের বেশি নমুনা পরীক্ষার তথ্য দেয় স্বাস্থ্য অধিদফতর। গত এক দিনের নমুনা পরীক্ষায় দেশের গড় শনাক্তের হার ৯.৮২ শতাংশ হলেও ১০ শতাংশের বেশি শনাক্তের হার ছিল চারটি বিভাগে। এই সময়ে শনাক্তের হার ছিল যথাক্রমে বরিশাল বিভাগে ১১.৭৩ শতাংশ, রাজশাহী বিভাগে ১১.৪৭ শতাংশ, সিলেট বিভাগে ১১.১২ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ১০.৭০ শতাংশ, ময়মনসিংহ বিভাগে ৯.৮৮ শতাংশ, ঢাকা বিভাগে ৯.৩৪ শতাংশ, খুলনা বিভাগে ৮.৫৫ শতাংশ ও রংপুর বিভাগে ৬.৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়েছে চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী ও বরিশাল বিভাগে; কমেছে অন্য চার বিভাগে। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারানো মানুষদের ৩০ জন ছিলেন পুরুষ ও ৩১ জন নারী। সবারই মৃত্যু হয়েছে হাসপাতালে। সবচেয়ে বেশি ৩২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ৪ জন, বরিশাল ও রংপুর বিভাগে ২ জন করে এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মারা গেছেন। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ৩২ জন ছিলেন ষাটোর্ধ্ব, ১৪ জন পঞ্চাশোর্ধ্ব, ৭ জন চল্লিশোর্ধ্ব, ৬ জন ত্রিশোর্ধ্ব ও ২ জনের বয়স ছিল ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

সর্বশেষ খবর