সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সয়াবিনের দাম অপরিবর্তিত, সিদ্ধান্ত হয়নি চিনি নিয়ে

নিজস্ব প্রতিবেদক

ব্যবসায়ীরা প্রস্তাব নিয়ে গেলেও সয়াবিন তেলের দাম বাড়ানো হয়নি। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে পামতেলের দাম লিটারে ৪ টাকা সমন্বয় করা হয়েছে। এছাড়া চিনির দাম পর্যালোচনা হলেও মূল্য নির্ধারণে কোনো সিদ্ধান্ত হয়নি। গতকাল ভোজ্যতেল ও চিনি পরিশোধনকারী ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক  শেষে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জানান।

সচিব বলেন, আন্তর্জাতিক বাজার দেখে গত ঈদের আগেই ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ানো হয়েছিল। আমরা তখন ব্যবসায়ীদের অনুরোধ করেছিলাম যেন বাড়তি দাম ঈদের পর কার্যকর  করা হয়। এখন সেই ৪ টাকা সমন্বয় করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার পাম তেলের দাম নির্ধারণ হয়েছে ১১৬ টাকা, যা আগে ছিল ১১২ টাকা। এছাড়া সয়াবিন আগের মতো এক লিটারের বোতল ১৫৩ টাকা, ৫ লিটারের এক বোতল ৭২৮ টাকা ও এক লিটার খোলা সয়াবিন তেল ১২৯ টাকা রাখা হবে। গতকালের বৈঠকে চিনির দামও পর্যালোচনা হয়েছে। তবে মূল্য নির্ধারণের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামান বলেন, ট্যারিফ কমিশনের হিসাবে যে দাম এসেছে, ব্যবসায়ীরা তার সঙ্গে ভিন্নমত পোষণ করছেন। এছাড়া ট্যারিফ কমিশন প্যাকেটের মূল্য ২ টাকা ধরলেও ব্যবসায়ীরা প্রতি প্যাকেটে খরচ ধরছেন সাড়ে ৫ টাকা। মঙ্গলবার ব্যবসায়ীদের সঙ্গে ট্যারিফ কমিশন পুনরায় বৈঠক করবে। ওই বৈঠকে মূল্য নির্ধারণের সিদ্ধান্ত আসতে পারে।

সর্বশেষ খবর