মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
কাল শুরা কমিটির বৈঠক

কে হচ্ছেন হাটহাজারী মাদরাসার মহাপরিচালক

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

দেশের অন্যতম বৃহৎ কওমি মাদরাসা দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক নির্বাচন করতে কাল বুধবার বসছেন শুরা সদস্যরা। কে হচ্ছেন হেফাজতে ইসলামের ঘাঁটি হিসেবে পরিচিত এই মাদরাসার মহাপরিচালক? সূত্র মতে, আল্লামা আহমদ শফী পরবর্তী মহাপরিচালক হিসেবে আলোচনায় রয়েছেন হাটহাজারী মাদরাসার চার সিনিয়র শিক্ষক।

হাটহাজারী মাদরাসার শুরা সদস্য মাওলানা মাহমুদুল হাসান বলেন, ‘কাল বুধবার হাটহাজারী  মাদরাসার শুরা সদস্যদের বৈঠক হবে। এতে মহাপরিচালক (মুহতামিম), নায়েবে মুহতামিম এবং শায়খুল হাদিস নির্বাচন করা হবে। এরই মধ্যে শুরার সব সদস্যের হাতে পৌঁছে দেওয়া হয়েছে দাওয়াত।’ জানা যায়, গত  বছরের সেপ্টেম্বরে হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা আহমদ শফীর মৃত্যুর পর হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের পদ শূন্য রয়েছে। শুরা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তিন সিনিয়র শিক্ষক মুফতি আবদুল সালাম চাটগামী, আল্লামা শেখ আহমদ এবং মাওলানা ইয়াহিয়ার যৌথ সিদ্ধান্তে মাদরাসা পরিচালিত হচ্ছে। সম্প্রতি হাটহাজারী মাদরাসার শুরা কমিটির সদস্যরা পরবর্তী মহাপরিচালক নির্বাচনে উদ্যোগ নেন। কাল বুধবার হাটহাজারী মাদরাসায় বসছেন শুরা সদস্যরা। সূত্র মতে, আল্লামা আহমদ শফী পরবর্তী হাটহাজারী মাদরাসার মহাপরিচালক নির্বাচনে এগিয়ে রয়েছেন মাদরাসা পরিচালনার তিন সদস্য মুফতি আবদুল সালাম চাটগাঁমী, আল্লামা শেখ আহমদ এবং মাওলানা ইয়াহিয়া। এ ছাড়া মহাপরিচালক হিসেবে আলোচনায় রয়েছেন মুফতি মোহাম্মদ জসিম এবং মাওলানা মোহাম্মদ শোয়েবও।

প্রসঙ্গত, হাটহাজারী মাদরাসায় ১৩ জন শুরা সদস্যের মধ্যে আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং মাওলানা নোমান ফয়জী ইতিপূর্বে মারা গেছেন। বর্তমানে শুরা সদস্যের সংখ্যা ১১ জন।

সর্বশেষ খবর