মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

দ্বিতীয় দিনেও উত্থান শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

আগের দিনের মতো সপ্তাহের দ্বিতীয় দিনেও উত্থান হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে ২২ পয়েন্টের বেশি। পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

দিনের লেনদেন শেষে ডিএসইতে ১৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। দাম কমেছে ১৮৪টির। আর ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২২ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৭৫ পয়েন্টে উঠে এসেছে। সবকটি মূল্যসূচকের উত্থানের সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৯০১ কোটি ৫২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২ হাজার ৮৬৮ কোটি ৩৭ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৩৩ কোটি ১৫ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ২৫৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১১৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন শেষ হয়েছে বেক্সিমকোর। দ্বিতীয় স্থানে থাকা সাইফ পাওয়ারটেকের ৯৪ কোটি ২৫ লাখ টাকার লেনদেন হয়েছে। ৬৮ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। এ ছাড়াও ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ, ডরিন পাওয়ার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বারাকা পতেঙ্গা পাওয়ার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইস্টার্ন হাউজিং ও শাহজিবাজার পাওয়ার। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৯৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৮৭ কোটি ৫৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩১৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৬২টির ও ৩১টির দাম অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ খবর