বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
পি কে হালদারের অর্থ কেলেঙ্কারি

দায় স্বীকার রুনাই ও শুভ্রার

বিশেষ প্রতিনিধি

বিদেশে পলাতক এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পি কে) হালদারের দুর্নীতিতে সহযোগিতার অভিযোগে গ্রেফতার হওয়া ইন্টারন্যাশনাল লিজিংয়ের ভাইস প্রেসিডেন্ট নাহিদা রুনাই ও ওকায়ামা লিমিটেডের পরিচালক শুভ্রা রাণী ঘোষ নিজেদের দায় স্বীকার করেছেন। দুদকের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, দ্রুত বড়লোক হওয়ার নেশায় তারা পিকে হালদারের সঙ্গে হাত মিলিয়েছিলেন।

দুদক সূত্র জানায়, নিজেরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে পরস্পরের সহায়তায় জাল জালিয়াতির আশ্রয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নাহিদা রুনাই ও শুভ্রা রাণী ঘোষ পি কে হালদারকে অর্থ কেলেঙ্কারিতে সহযোগিতা করেছেন। পাঁচ দিনের রিমান্ডে থাকা নাহিদা রুনাই ও শুভ্রা রাণী ঘোষ দোষ স্বীকার করায় আজ তাদের আদালতে হাজির করা হতে পারে। এর আগে গত ১৬ মার্চ দুদকের একটি টিম সেগুনবাগিচা থেকে নাহিদা রুনাই ও ২২ মার্চ বিমানবন্দর থেকে শুভ্রা রাণী ঘোষকে গ্রেফতার করে। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। ইন্টারন্যাশনাল লিজিংয়ের টাকা আত্মসাতের অভিযোগে এ পর্যন্ত ১৫টি মামলা হয়েছে। গ্রেফতার হয়েছেন ১১জন। এর মধ্যে ৮জন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এ সব মামলায় উল্লেখ করা আত্মসাৎকৃত টাকার পরিমাণ প্রায় ১১০০ কোটি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর