বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত ৪ কোটি ছাড়াল মৃত্যু সাড়ে ৬ লাখ

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ কোটি ছাড়াল। এর মধ্যে গতকাল সকাল পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৮ হাজার ৭৭৯ জনের। এই তালিকায় বাংলাদেশি রয়েছেন প্রায় ১ হাজার। এখনো বেশ কিছু প্রবাসী হাসপাতাল অথবা বাসায় চিকিৎসাধীন রয়েছেন বলে কমিউনিটি সূত্রে জানা গেছে।

নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ অনুযায়ী, গত ১৪ দিনে আক্রান্তের দৈনিক হার ১ লাখ ৩২ হাজার ও মৃত্যু ১ হাজার ৩৮৬ জন। যা আগের ১৪ দিনের চেয়ে বেড়েছে ৩১ ভাগ। ডেল্টা ধরনের করোনায় ফের কাবু করে ফেলেছে মার্কিনিদের। এ জন্য হোয়াইট হাউসসহ কট্টর রিপাবলিকান স্টেটের গভর্নরদের পক্ষ থেকে টিকা কার্যক্রমে সবাইকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। কারণ, সাম্প্রতিক সময়ে মৃতদের ৯৮ ভাগই টিকা নেয়নি বলে স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা জানান। সিডিসি সূত্রে বলা হয়েছে, এখন পর্যন্ত ৪৭ ভাগ মার্কিনি পূর্ণ ডোজের টিকা নেয়নি। এমনকি কোনো কোনো স্টেটের জনসংখ্যার ৭০ ভাগ মানুষই এখন পর্যন্ত পূর্ণ ডোজের টিকা নেননি। সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে সংক্রমণের হার সবচেয়ে ক্যালিফোর্নিয়া স্টেটে। এ ছাড়া আইডাহো, ভার্জিনিয়া, ফ্লোরিডা ও টেক্সাসে করোনা সংক্রমণের হার বেড়েই চলছে। উল্লেখ্য, ইতিপূর্বে করোনার গতিপ্রকৃতির আলোকে প্রদত্ত বক্তব্যে প্রেসিডেন্ট বাইডেন আশা প্রকাশ করেছিলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস থেকে মার্কিনিরা করোনামুক্ত পরিবেশে জীবন-যাপন শুরু করতে পারেন। তেমনভাবেই টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। কিন্তু বাস্তবে প্রত্যাশার পরিপূরক পরিস্থিতি তৈরি হয়নি। এমন অবস্থায় সামনের সপ্তাহে বেশিরভাগ পাবলিক স্কুলে সশরীরে ক্লাস শুরু হতে যাচ্ছে। ৬ সেপ্টেম্বর থেকে কেন্দ্রীয় সরকার প্রদত্ত বেকার ভাতাও বন্ধ হয়ে গেছে। অথচ এখন পর্যন্ত ১ কোটির বেশি আমেরিকান বেকার রয়েছেন বলে শ্রম দফতর এ তথ্য প্রকাশ করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর