বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ছয় বিভাগে কমল সংক্রমণ বাড়ল দুটিতে

নিজস্ব প্রতিবেদক

নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্তের হার গত ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগে কমেছে, বেড়েছে খুলনা ও সিলেট বিভাগে। এর মধ্যে সর্বনিম্ন শনাক্তের হার ছিল রাজশাহী বিভাগে ৫.২৮ শতাংশ ও সর্বোচ্চ সিলেট বিভাগে ১১.৫৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৫২৮ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৪৯৭ জনের দেহে সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার ৯.০৭ শতাংশ। এর চেয়ে কম ৭.৯১ শতাংশ শনাক্ত হারের তথ্য জানানো হয়েছিল গত ২৯ মে। গত এক দিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৫২ জন। গত ১৫ জুনের পর এটাই এক দিনে সবচেয়ে কম মৃত্যু। ওই দিন ৫০ জনের মৃত্যুর খবর দেওয়া হয়েছিল। গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয় ১৫ লাখ ২২ হাজার ৩০২ জন। এর মধ্যে মারা গেছেন ২৬ হাজার ৭৩৬ জন। সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬৪ হাজার ৫৯৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশের গড় শনাক্তের হার ৯.০৭ শতাংশ হলেও আট বিভাগের মধ্যে পাঁচটিতেই শনাক্তের হার গড় হারের চেয়ে বেশি ছিল। এই সময়ে নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল যথাক্রমে সিলেট বিভাগে ১১.৫৮ শতাংশ, খুলনা বিভাগে ১০.২৫ শতাংশ, বরিশাল বিভাগে ৯.৭৮ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ৯.৩২ শতাংশ, ঢাকা বিভাগে ৯.২৮ শতাংশ, রংপুর বিভাগে ৮.৪৬ শতাংশ, ময়মনসিংহ বিভাগে ৮.১৮ শতাংশ ও রাজশাহী বিভাগে ৫.২৮ শতাংশ। গত এক দিনে মারা যাওয়া ৫২ জনের মধ্যে ৩২ জন ছিলেন নারী ও ২০ জন পুরুষ। গতকালও পুরুষের চেয়ে প্রায় দ্বিগুণ সংখ্যক নারীর মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এখন পর্যন্ত মোট মৃতের ৬৪ শতাংশের বেশি পুরুষ হলেও সম্প্রতি নারীমৃত্যু হঠাৎ করেই বেড়ে গেছে। মৃত ৫২ জনের মধ্যে হাসপাতালে ৪৯ জন ও বাড়িতে ৩ জন মারা যান। এর মধ্যে ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, খুলনা বিভাগে ৯ জন, সিলেট বিভাগে ৩ জন, বরিশাল ও রংপুর বিভাগে ২ জন করে ও রাজশাহী বিভাগে ১ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় করোনায় ময়মনসিংহ বিভাগে কেউ মারা যাননি। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ২৪ জন ছিলেন ষাটোর্ধ্ব, ১৪ জন পঞ্চাশোর্ধ্ব, ৮ জন চল্লিশোর্ধ্ব, ৩ জন ত্রিশোর্ধ্ব ও ৩ জনের বয়স ছিল ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

সর্বশেষ খবর