শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

করোনায় তিন মাসে সর্বনিম্ন মৃত্যু

২৪ ঘণ্টায় শনাক্ত ২ হাজার ৩২৫, মৃত্যু ৩৮

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংক্রমণে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৩৮ জনের মৃত্যু হয়েছে। গত তিন মাসের মধ্যে এটাই এক দিনে সর্বনিম্ন মৃত্যু। এর  চেয়ে কম ৩৬ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল ৯ জুন। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ২ হাজার ৩২৫ জনের দেহে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত এক দিনে ২৬ হাজার ৮৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে সংক্রমণ শনাক্তের হার  ছিল ৮.৬৫ শতাংশ। সর্বশেষ এর চেয়ে কম ৭.৯১ শতাংশ শনাক্ত হারের তথ্য জানানো হয়েছিল গত ২৯ মে। গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ২৭ হাজার ২১৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ লাখ ৭২ হাজার ৬৭ জন। মারা গেছেন ২৬ হাজার ৮৩২ জন। গত ২৪ ঘণ্টায় মৃত ৩৮ জনের মধ্যে ২০ জন ছিলেন পুরুষ ও ১৮ জন নারী। ৩৭ জন হাসপাতালে ও ১ জন বাড়িতে মারা গেছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ২ জন, খুলনা বিভাগে ৫ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন এবং সিলেট ও রংপুর বিভাগে ১ জন করে মারা গেছেন। বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় কোনো করোনা রোগী মারা যাননি। বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২৪ জন ছিলেন ষাটোর্ধ্ব, ৬ জন পঞ্চাশোর্ধ্ব, ৫ জন চল্লিশোর্ধ্ব ও ৩ জনের বয়স ছিল ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। গত এক দিনে ঢাকা বিভাগে ১ হাজার ৪৩০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৩৪ জন, খুলনা বিভাগে ১৫৫ জন, রাজশাহী বিভাগে ১২৭ জন, রংপুর বিভাগে ১০২ জন, সিলেট বিভাগে ৬৭ জন, ময়মনসিংহ বিভাগে ৬৩ জন ও বরিশাল বিভাগে ৪৭ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

সর্বশেষ খবর