সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

আইন করেই নিয়োগ দিলে স্বচ্ছতা থাকবে

------ বদিউল আলম মজুমদার

আইন করেই নিয়োগ দিলে স্বচ্ছতা থাকবে

সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, বর্তমান কমিশনের মেয়াদ শেষ দিকে। তাই আইন করেই আগামী (নতুন) ইসি গঠন করা উচিত। আর আইন করে ইসি নিয়োগ দিলে স্বচ্ছতা থাকবে। ইসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলাপকালে গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে  এসব কথা বলেন। এই নির্বাচন বিশ্লেষক বলেছেন, এখনো আইন করার মতো সময় রয়েছে। এ টি এম শামসুল হুদা কমিশন একটি খসড়া করেছিল। সেটাকে পরিবর্তন-পরিবর্ধন করে আইন করা যায়। সেখানে নির্বাচন কমিশনার হওয়ার যোগ্যতা-অযোগ্যতা কী হবে, তা উল্লেখ থাকবে। একই সঙ্গে ইসি গঠনে স্বচ্ছতার বিষয়টিও থাকবে এবং নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে একটি সার্চ কমিটি গঠনের বিষয়টিও আইনে থাকতে হবে। তিনি বলেন, সংবিধানে উল্লেখ থাকলেও ৫০ বছরেও কমিশন গঠনে আইন হয়নি, এটা দুঃখজনক। সর্বশেষ দুটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে সার্চ কমিটির মাধ্যমে। কিন্তু এ দুই কমিশন নিয়ে অভিজ্ঞতা ভালো নয়। তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এখন আর অ্যাডহক (অস্থায়ী) ভিত্তিতে নয়, একটি আইন করা খুবই জরুরি। আইন করেই ইসি নিয়োগ দেওয়া উচিত। এ ছাড়া আইনের অধীনে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে সার্চ কমিটি গঠন করতে হবে। সার্চ কমিটি ইসি নিয়োগের জন্য যে প্রাথমিক তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেবে, সেই তালিকা আগেই প্রকাশ করতে হবে। যেন কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা কমিটিকে জানাতে পারে। এ ছাড়া প্রাথমিক তালিকায় যাদের নাম থাকবে, তাদের সাক্ষাৎকার নিতে হবে। সার্চ কমিটি প্রাথমিক তালিকার সঙ্গে একটি প্রতিবেদন দেবে। যে প্রতিবেদনে থাকবে- কোন যোগ্যতার ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর