সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
ট্রেনের ধাক্কা অটোরিকশাকে

বাবাসহ দুই ছেলের মর্মান্তিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী বাবাসহ দুই ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল ভোরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের তালশহর রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার সদর উপজেলার রাজঘর এলাকার সাদেক মিয়া এবং তার দুই ছেলে রুবেল (৩৩) ও পাবেল (২৩)। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে রেলওয়ের পক্ষ থেকে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোরে ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে তালশহরের উদ্দেশ্যে ছেড়ে যায়। অন্যদিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনটি তালশহর রেলক্রসিং অতিক্রমের সময় অটোরিকশাটি ট্রেনের সামনে দিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি যাত্রীসহ দুমড়ে-মুচড়ে যায়। এতে পাবেল ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় রুবেল ও তার বাবা সাদেক মিয়াকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যান। আশুগঞ্জ থানার উপপরিদর্শক ধর্মজিত সিনহা জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু : ময়মনসিংহ প্রতিনিধি জানান, ময়মনসিংহ নগরীতে ট্রেনে কাটা পড়ে কল্পনা চন্দ্র (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে রেলওয়ের নতুন কলোনির কাছে ময়মনসিংহগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। রেলওয়ে থানার ওসি মামুন রহমান জানান, নিহত কল্পনা ১৯ নম্বর ওয়ার্ড বলাশপুর আবাসন প্রকল্পে থাকেন। বাড়ির পাশে রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর