বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

বাণিজ্য মেলা পূর্বাচলে, শুরু ১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

আসছে পয়লা জানুয়ারি নতুন রূপে পর্দা উঠছে মাসব্যাপী ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার- ডিআইটিএফ’র। রাজধানীর অদূরে পূর্বাচলে স্থাপিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই মেলা আয়োজনে রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবিকে অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে এবারের মেলা অতীতের শেরেবাংলা নগরের মতো আর বিশাল কলবরে হচ্ছে না। ফলে বিপুলসংখ্যক প্রতিষ্ঠান মেলায় অংশ নিতে পারবে না। কয়েক তলাবিশিষ্ট দৃষ্টিনন্দন প্যাভিলিয়নও দেখা যাবে না। সব মিলিয়ে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ৫০ শতাংশ কমতে পারে বলে জানিয়েছে ইপিবি সূত্র। এর আগে চলতি বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন গত ১৭ মার্চ পূর্বাচলে বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি নিয়েছিল ইপিবি। কিন্তু করোনাভাইরাসের বিস্তার বাড়তে থাকায় তা হয়নি। এখন সংক্রমণ কমে এসেছে। এর পরিপ্রেক্ষিতে মেলা আয়োজনের প্রস্তুতি নিতে ইপিবিকে গত সোমবার নির্দেশনা সংক্রান্ত চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ প্রসঙ্গে ইপিবি সচিব মো. ইফতেখার আহমেদ চৌধুরী গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বাণিজ্য মেলা আয়োজনে কমপক্ষে ছয় মাস সময় প্রয়োজন। আমরা এখন আয়োজনের প্রস্তুতি নিতে যাচ্ছি। তবে নতুন ভেন্যুতে মেলা আগামী ১ জানুয়ারি নাকি ১৭ মার্চ হবে সেই সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী। ইপিবি এই সংক্রান্ত সার-সক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠাবে। ইপিবি সূত্র জানায়, রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে পূর্বাচলের এ প্রদর্শনী কেন্দ্রটির দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। ২০ একর জমির ওপর গড়ে ওঠা প্রদর্শনী কেন্দ্রে দৃষ্টিনন্দন ঢেউখেলানো ছাদের নিচে ২ লাখ ৬৯ হাজার বর্গফুটের দুটি পৃথক প্রদর্শনী হল রয়েছে। সেখানে ৯ বর্গফুট আয়তনের ৮০০টি স্টল রয়েছে। সম্পূর্ণ শীতাতপনিয়ন্ত্রিত প্রদর্শনীস্থলে সম্মেলনকক্ষ, খাবারের জন্য বিশাল কক্ষ ও বাচ্চাদের খেলার জায়গা রয়েছে। আন্তর্জাতিক এই প্রদর্শনী কেন্দ্রে সারা বছর সোর্সিং ও পণ্য প্রদর্শনী হবে। ইপিবি সূত্র জানায়, পূর্বাচলেও দর্শনার্থীদের টিকিট কেটেই মেলায় প্রবেশ করতে হবে। মেলায় প্রবেশ টিকিটের দাম আগেরবারের মতোই থাকছে। তবে ভিড় এড়াতে অনলাইনে টিকিট কাটার সুবিধাও থাকবে। মেলায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে দ্রুত বিভিন্ন দেশে চিঠি পাঠানো হবে। প্রসঙ্গত, ১৯৯৫ সাল থেকে ঢাকার শেরেবাংলানগরে বাণিজ্য মেলার আয়োজন করে আসছে ইপিবি। তবে এই মেলা আয়োজনের কোনো স্থায়ী অবকাঠামো ছিল না। পরে পূর্বাচলের নতুন শহরের ৪ নম্বর সেক্টরে ২০ একর জমির ওপর ২০১৭ সালের অক্টোবরে মেলার অবকাঠামো নির্মাণ শুরু করে সরকার। চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন এ অবকাঠামো নির্মাণ সম্পন্ন করেছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর