সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
ঐতিহ্য

হাঁস খেলা দেখতে উপচে পড়া ভিড়

দিনাজপুর প্রতিনিধি

হাঁস খেলা দেখতে উপচে পড়া ভিড়

গ্রামবাংলার জনপ্রিয় হাঁস খেলা দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট ভ্যাড়ভ্যাড়ার দীঘিতে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে পাকেরহাট সততা ক্লাবের আয়োজনে এ খেলা দেখতে ভিড় জমান  বিভিন্ন বয়সের শত শত নারী-পুরুষ। স্থানীয়রা জানান, হাঁস খেলা গ্রামবাংলার জনপ্রিয় খেলা। নিয়ম অনুযায়ী এদিন বড় দীঘির পানিতে প্রথমে তিনটি করে হাঁস ছেড়ে দেওয়া হয়। প্রতিবার ১০ জন করে ওই দীঘিতে নামেন হাঁস ধরার জন্য। যে প্রথম ধরতে পারেন ওই হাঁসটি তার হয়ে যায়। ধারাবাহিকভাবে দেড় শ মানুষ এই হাঁস ধরার খেলায় অংশ নেন। সাঁতরিয়ে এই হাঁস ধরা দেখার জন্য দীঘির চার পাশে উপচেপড়া মানুষের ভিড় জমে। হাঁস খেলার উদ্বোধন করেন খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাহজাহান পাটোয়ারী ও সততা ক্লাবের সদস্যরা। এ সময় মোস্তফা আহমেদ শাহ বলেন, হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে এ ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খেলার আয়োজন প্রশংসনীয়।

সর্বশেষ খবর