মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ভারতে পাচার ৩৭ বাংলাদেশি ফিরেছেন

নিজস্ব প্রতিবেদক

দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতে পাচার হওয়া ৩৭ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে দেশে ফেরত পাঠানো হয়েছে। গতকাল বিকাল ৫টায় যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। এ সময় কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি শামীমা ইয়াসমিন উপস্থিত ছিলেন। এরপর তাদের জাস্টিস অ্যান্ড কেয়ার এবং রাইটস যশোরের মাধ্যমে পরিবারের জিম্মায় দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের কান্ট্রি ডিরেক্টর তরিকুল ইসলাম। তিনি বলেন, ফিরে আসা মানুষেরা পশ্চিমবঙ্গের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে দুই থেকে তিন বছর ধরে ছিলেন। সূত্র জানিয়েছে, ফিরে আসাদের মধ্যে আছেন কুমিল্লার সাহান হাওলাদার, খুলনার আনন্দ মহল, মুস্তাফিজুর রহমান, শিমুল শেখ, আবুল হাসান ও মোস্তফা গাজী, যশোরের আয়শা শেখ, জেসমিন বিবি, রুহুল হোসেন, রাকিব শেখ, শাকিল শেখ ও শাকিব হাসান, গোপালগঞ্জের জোবায়ের সরদার, বাগেরহাটের লাবণী আক্তার, রহিমা খান, রাকিব, শাহিল ফারাজি, আবু সালেহ শেখ, শহিদুল, রাকিব হাওলাদার, মুন্সীগঞ্জের আরিন বাইদা, সাতক্ষীরার মাজেদা খাতুন, সুশান্ত মন্ডল, হালিমা খাতুন, ঠাকুরগাঁওয়ের নিত্যনন্দ রায়, রাজবাড়ির প্রিয় বালা, সুনামগঞ্জের আমেনা খাতুন, পিরোজপুরের মুক্তা আক্তার, নড়াইলের নিশা আক্তার, আবু বক্কর, বিদি খাতুন, রাজশাহীর রোমী খাতুন, ফরিদপুরের নারগিস খাতুন, বরিশালের জুয়েল সরদার ও কুড়িগ্রামের শাহজালাল।

 

সর্বশেষ খবর