বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

১৯৭ দিন পর শনাক্তের হার ৫ শতাংশের নিচে

২৪ ঘণ্টায় শনাক্ত ১ হাজার ৫৬২, মৃত্যু ২৬

নিজস্ব প্রতিবেদক

নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্তের হার সাড়ে ছয় মাস পর (১৯৭ দিন) ৫ শতাংশের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৩২৭ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৫৬২ জনের দেহে সংক্রমণ ধরা পড়ে। শনাক্তের হার ৫ দশমিক ৬৯ শতাংশ। সর্বশেষ গত ৮ মার্চ ৫ শতাংশের কম (৪ দশমিক ৯৮ শতাংশ) শনাক্ত হারের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। আগের দিনও ২৬ জন মারা যান। প্রায় চার মাসের মধ্যে করোনায় দৈনিক মৃত্যুর এ সংখ্যা সর্বনিম্ন। এ নিয়ে গতকাল পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ২৭৭ জনের। মোট রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৪৫ হাজার ৮০০। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪ হাজার ৭০৯ জন। এদিকে সারা দেশের নমুনা পরীক্ষায় গড় শনাক্তের হার ৫ শতাংশের নিচে নামলেও ঢাকা বাদে বাকি সাত বিভাগেই এ হার ছিল ৫ শতাংশের বেশি। গত ২৪ ঘণ্টায় বিভাগগুলোর মধ্যে শনাক্তের হার ছিল যথাক্রমে সিলেটে ৬ দশমিক ২৮, ময়মনসিংহে ৬ দশমিক ২৩, রংপুরে ৫ দশমিক ৯৫, খুলনায় ৫ দশমিক ৮২, বরিশালে ৫ দশমিক ৫০, চট্টগ্রামে ৫ দশমিক ০৭, রাজশাহীতে ৫ দশমিক ০৫ ও ঢাকা বিভাগে ৪ দশমিক ৩৭ শতাংশ। তবে, প্রায় ৭১ ভাগ নমুনা পরীক্ষায় ঢাকা বিভাগে হওয়ায় এক বিভাগের কারণেই সারা দেশের গড় শনাক্ত হার ৫ শতাংশের নিচে নেমে এসেছে। গত এক দিনে মোট ৩৩ হাজার ৩২৭টি নমুনা পরীক্ষার মধ্যে ২৩ হাজার ৬৩৯টি পরীক্ষা হয়েছে ঢাকা বিভাগে। বাকি সাত বিভাগে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯ হাজার ৬৮৮টি। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৬ জন পুরুষ ও ১০ জন নারী। হাসপাতালে ২৫ ও বাড়িতে একজনের মৃত্যু হয়েছে। সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে তিন, রাজশাহী বিভাগে তিন, খুলনা বিভাগে দুই, সিলেট বিভাগে দুই ও ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছেন। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ১৫ জন ছিলেন ষাটোর্ধ্ব, পাঁচজন পঞ্চাশোর্ধ্ব, তিনজন চল্লিশোর্ধ্ব, দুজন ত্রিশোর্ধ্ব ও একজনের বয়স ছিল ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

সর্বশেষ খবর