বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

অবশেষে এ নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট

সাংস্কৃতিক প্রতিবেদক

অবশেষে এ নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট

দীর্ঘ লকডাউনের পর শিল্পকলা একাডেমির নাটকের অঙ্গন সরব হয় গত ১৭ সেপ্টেম্বর থেকে। ওইদিন ঢাকা থিয়েটার ও আরণ্যকের নিয়মিত প্রযোজনার দুটি নাটকের মঞ্চায়ন হয়। এর মধ্যে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় ঢাকা থিয়েটারের ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’, একই সময়ে পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় আরণ্যকের ‘কহে ফেসবুক’। সেই ধারাবাহিকতায় মঞ্চায়ন হলো এম্পটি স্পেস থিয়েটার প্রযোজিত নাটক  ‘এ নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট’। দীর্ঘ আট মাস ২১ দিন পর গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি। এটি ছিল দলের প্রথম প্রযোজনার সপ্তম মঞ্চায়ন।

উইলিয়াম শেকসপিয়রের ‘দ্য ট্র্যাজেডি অব রোমিও অ্যান্ড জুলিয়েট’ এর আখ্যানকে প্রশ্নবিদ্ধ করে ‘এ নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট’ নাটকটি লিখেছেন সাইমন জাকারিয়া। নির্দেশনায় ছিলেন নূর জামান রাজা। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে একজন কবি। যিনি পূর্ণিমা রাতে কবরস্থানে এসে ফুলের গন্ধে মাতাল হয়ে প্রেমের গান করেন। তার এই গান শুনে সেই স্থানে এসে হাজির হয় রোমিও ও জুলিয়েট। এভাবেই চলতে থাকে নাটকের ঘটনা, আর এই ঘটনাচক্রে এক পর্যায়ে উপস্থিত হয় ফাদার ফ্রায়ার এবং সবশেষে শেকসপিয়র। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গোলাম শাহরিয়ার সিক্ত, স্বাধীন বিশ্বাস, নুরজামান রাজা, লোবা আহম্মেদ, নাসিমুল হোসাইন বাঁধন, বাপ্পি সরদার, শুভ্র আহম্মেদ, আরিফুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর