সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

করোনায় ২৪ ঘণ্টায় পুরুষের চেয়ে দ্বিগুণ মৃত্যু নারীর

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় দেশে ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ জন ছিলেন পুরুষ ও ১৪ জন নারী। এখন পর্যন্ত মোট মৃতের ৬৪ শতাংশের বেশি পুরুষ হলেও সম্প্রতি বেড়েছে নারীর মৃত্যু। গত ২৪ ঘণ্টায় পুরুষের চেয়ে দ্বিগুণ মৃত্যু হয়েছে নারীর।

 এদিকে গত ২৬ মের পর এক দিনে সবচেয়ে কম মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। ওই দিন ১৭ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। গতকাল ২১ জনের মৃত্যুর তথ্য জানানো হয়। গত এক দিনে দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯৮০ জনের দেহে। শনাক্তের হার ৪.৪১ শতাংশ। গত ৭ মার্চের পর এটাই সর্বনিম্ন শনাক্তের হার। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ২২ হাজার ২২১ জনের নমুনা পরীক্ষা করে ৯৮০ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫১ হাজার ৩৫১ জন। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৪১৪ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ১১ হাজার ৪৭৯ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে ২ জন, খুলনা বিভাগে ১ জন, সিলেট বিভাগে ৩ জন ও ময়মনসিংহ বিভাগে ১ জন মারা গেছেন। সবার মৃত্যু হয়েছে হাসপাতালে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ১০ জন ছিলেন ষাটোর্ধ্ব, ৭ জন পঞ্চাশোর্ধ্ব, ২ জন চল্লিশোর্ধ্ব, ১ জন ত্রিশোর্ধ্ব ও ১ জনের বয়স ছিল ১১ থেকে ২০ বছরের মধ্যে। এদিকে রাজশাহী কলেজিয়েট স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র আবির জাওয়াদের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক ড. নূরজাহান বেগম। গতকাল তিনি বলেন, ১৮ সেপ্টেম্বর জাওয়াদের করোনা শনাক্ত হয়। তার পরিবার আগে থেকেই করোনাভাইরাসে আক্রান্ত। হয়তো সেখান থেকে সে আক্রান্ত হয়েছে। তার শ্রেণির অন্য কারও মধ্যে করোনা উপসর্গ দেখা যায়নি। এখন সে বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছে। অনেকটা সুস্থ। তার কোনো শারীরিক জটিলতা দেখা যায়নি।

সর্বশেষ খবর