মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ঝুঁকি কেমন হতে পারে চিহ্নিত করা জরুরি

আতাউর রহমান প্রধান

ঝুঁকি কেমন হতে পারে চিহ্নিত করা জরুরি

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান বলেছেন, ব্যাংকিং খাতে প্রযুক্তি বিপ্লব ঘটিয়েছে। তবে ঝুঁকি বা সমস্যাও এনেছে। নিরাপত্তার ঘাটতি হলো সবচেয়ে  বড় ঝুঁকি। কিন্তু বর্তমানে যেসব ঝুঁকি আছে, ভবিষ্যতে কী সমস্যা তৈরি হতে পারে তা জানা খুব জরুরি। সেটি চিহ্নিত করতে পারলে সমস্যা কম তৈরি হবে বা হবে না। বাংলাদেশ প্রতিদিনকে আতাউর রহমান বলেন, পুরো ব্যাংকিং খাত পরিবর্তন করে দিয়েছে প্রযুক্তি। প্রযুক্তি ছাড়া ব্যাংকিং কল্পনাও করা যায় না। আমাদের কাজ সহজ করেছে। মানুষের কাছে ব্যাংকিং সহজ হয়েছে। এটা ছাড়া কোনোভাবেই ব্যাংকিং করা যাবে না। সবকিছুর যেমন একটি খারাপ দিক আছে, প্রযুক্তির ক্ষেত্রেও তা-ই। কিছু খারাপ দিক রয়েছে প্রযুক্তির। তিনি বলেন, প্রযুক্তির সবচেয়ে ঝুঁকি বা খারাপ দিক হলো, ধারণা করা যায় না কী ধরনের সমস্যা হতে পারে। যে সমস্যা হয়ে গেছে সেটি আমরা জানি। সে অনুযায়ী হয়তো পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু যারা সমস্যা তৈরি করে তারা নতুন কিছু পদ্ধতি ব্যবহার করে থাকে। প্রযুক্তির এই দুর্বলতা সব সময় থাকবে। নিরাপত্তা বাড়ানোর জন্য হয়তো সবসময় আপডেট করা হয়। কিন্তু যারা সমস্যা তৈরি করে তারা আরও বেশি দক্ষ।  মেধাকে তারা খারাপ কাজে ব্যবহার করছে। এটি মোকাবিলার জন্য দক্ষ জনবল একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ব্যাংকিং খাতে এ রকম দক্ষ জনবলের এখনো ঘাটতি আছে। এই ঘাটতি মোকাবিলার জন্য আমাদের কাজ করতে হবে।

সর্বশেষ খবর