মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

যত প্রসার তত বেশি সমস্যা থাকবে

নুরুল আমিন

যত প্রসার তত বেশি সমস্যা থাকবে

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার মো. নুরুল আমিন বলেছেন, প্রযুক্তি এখন সব খাতে প্রধান মাধ্যম। প্রযুক্তি ছাড়া কেউ কিছু চিন্তা করতে পারে না। ব্যাংকিং খাতেও তা-ই। ব্যাংক ব্যবস্থার সবকিছুই এখন প্রযুক্তিনির্ভর। তবে প্রযুক্তি যত বাড়ছে সমস্যাও তত বাড়ছে। আমাদের নতুন করে ভাবতে হবে এসব সমস্যা নিয়ে। বাংলাদেশ প্রতিদিনকে নুরুল আমিন বলেন, প্রযুক্তি অবশ্যই ব্যাংকিং খাতে অনেক বড় আশীর্বাদ নিয়ে এসেছে। খরচ কমিয়েছে, কাজ কমিয়েছে। এর সুফল আমরা পাচ্ছি। তবে এর কুফলও আছে। কুফল হলো, এখন প্রযুক্তি শুধু ব্যাংকার ব্যবহার করছে এমন নয়। যারা ফ্রড, যারা অনিয়ম-জালিয়াতি করে, তারাও প্রযুক্তি ব্যবহার করছে। প্রতিদিন নতুন নতুন প্রযুক্তি আসছে। এই নতুন প্রযুক্তি নতুন ধরনের সমস্যা তৈরি করছে। তিনি বলেন, বাংলাদেশে এটিএম বুথ শাখার সঙ্গে থাকে। পৃথিবীর বিভিন্ন দেশে ফাঁকা স্থানে এটিএম বুথ রয়েছে। সেসব বুথে কোনো অনিয়মের ঘটনা ঘটে না। কিন্তু আমাদের এখানে ব্যাংকের সঙ্গে থাকার পরও দেখা যায় টাকা চলে যাচ্ছে। শুধু এটিএম নয়, অনলাইন ব্যাংকিংয়ের ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি আছে। সেই ঝুঁকি মোকাবিলার সক্ষমতা আমাদের কতটুকু আছে তা নিয়ে এখনই ভাবতে হবে।

সর্বশেষ খবর