শনিবার, ২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ছয় বিভাগে সংক্রমণ হার ৩ শতাংশের নিচে

২৪ ঘণ্টায় শনাক্ত ৮৪৭, মৃত্যু ২১

নিজস্ব প্রতিবেদক

নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্তের হার দেশের ছয়টি বিভাগে ৩ শতাংশের নিচে নেমে এসেছে। তবে ঢাকা ও খুলনা বিভাগে এখনো ৪ শতাংশের ওপরে রয়েছে। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় দেশের গড় শনাক্তের হার ছিল ৩.৪৩ শতাংশ। এ সময়ে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে ৮৪৭ জনের দেহে। মারা গেছেন ২১ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৬৭০ জনের নমুনা পরীক্ষায় ৮৪৭ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৫৬ হাজার ৭৫৮। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৫৩১। সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৬ হাজার ৯০১। এদিকে নমুনা পরীক্ষায় সারা দেশের গড় শনাক্তের হার টানা ১১ দিন ধরে ৫ শতাংশের নিচে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী টানা তিন    থেকে  চার সপ্তাহ করোনাভাইরাস সংক্রমণের হার ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরে নেওয়া হয়। যদিও গত ফেব্রুয়ারিজুড়ে দেশে সংক্রমণ হার ৪ শতাংশের নিচে থাকার পরও স্বাস্থ্যবিধি না মানা ও দুই ঈদে মানুষ হুড়োহুড়ি করে বাড়ি ফেরায় সংক্রমণ বেড়ে যায়। এ ছাড়া ১১ দিন ধরে গড় শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে দেশের বিভিন্ন বিভাগে ও জেলায় শনাক্তের হারে তারতম্য রয়েছে। এ সময়ে কোথাও শনাক্তের হার ২ শতাংশের নিচে নেমেছে, কোথাও ৮ শতাংশের ওপরে ছিল। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ঢাকা বিভাগে ৪.০৪ শতাংশ ও খুলনা বিভাগে ৪.০৭ শতাংশ ছিল শনাক্তের হার। অন্য ছয় বিভাগে এ হার ছিল ৩ শতাংশের নিচে। সর্বনিম্ন শনাক্তের হার ছিল সিলেট বিভাগে ১.৬১ শতাংশ। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ২.৬৩ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ২.১৪ শতাংশ, রাজশাহী বিভাগে ২.৬৯ শতাংশ, রংপুর বিভাগে ২.৮৭ শতাংশ ও বরিশাল বিভাগে ২.৭৭ শতাংশ ছিল শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১২ জন ছিলেন পুরুষ ও নয়জন নারী। সবার মৃত্যু হয়েছে হাসপাতালে। এর মধ্যে নয়জন ঢাকা বিভাগে, পাঁচজন চট্টগ্রাম বিভাগে, একজন রাজশাহী বিভাগে, চারজন খুলনা বিভাগে, একজন বরিশাল বিভাগে ও একজন সিলেট বিভাগে মারা গেছেন। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে আটজন ছিলেন ষাটোর্ধ্ব, আটজন পঞ্চাশোর্ধ্ব, দুজন চল্লিশোর্ধ্ব, দুজন ত্রিশোর্ধ্ব ও একজনের বয়স ছিল ২১ থেকে ৩০ বছরের মধ্যে। হাসপাতালে রোগী কমে যাওয়ায় বর্তমানে ৮০ শতাংশের বেশি কভিড শয্যা ফাঁকা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর