শিরোনাম
শনিবার, ২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

টেকনাফ থেকে ৩ কেজি ভয়ংকর মাদক আইসসহ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ থেকে তিন কেজি ভয়ংকর মাদক আইস বা ক্রিস্টাল মেথসহ এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। গতকাল বেলা সাড়ে ৩টায় টেকনাফ পৌরসভার অলিয়াবাদ শাপলা চত্বর এলাকা থেকে ভয়ঙ্কর মাদক আইস বা ক্রিস্টাল মেথসহ ওই রোহিঙ্গাকে আটক করা হয়। মাদকসহ আটক আবদুল লতিফ (৬৪) রোহিঙ্গা হলেও টেকনাফ পৌরসভার ৪ নং ওয়ার্ডের অলিয়াবাদ এলাকার জহুর উদ্দিনের ভাড়া বাসায় বসবাস করে আসছিল। র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড অপারেশনস) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, কতিপয় মাদক কারবারি টেকনাফ পৌরসভার অলিয়াবাদ শাপলা চত্বর এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করার গোপন সংবাদ পায় র‌্যাব। সংবাদ পেয়ে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল ওই স্থানে পৌঁছলে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে সর্বমোট তিন কেজি ভয়ঙ্কর মাদক আইস বা ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৩ কোটি টাকা। জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গা স্বীকার করে, সে বেশ কিছুদিন ধরে বিভিন্ন কায়দায় মাদক আইস বা ক্রিস্টাল মেথ টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল।

সর্বশেষ খবর