শনিবার, ২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বিক্রি হয়ে গেল এয়ার ইন্ডিয়া

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া কিনে নিয়েছে বৃহৎ শিল্পগোষ্ঠীর অঙ্গপ্রতিষ্ঠান ‘টাটা সন্স।’ এয়ার ইন্ডিয়া বিক্রির জন্য গঠিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বাধীন মন্ত্রিসভা কমিটি টাটা সন্সের হাঁকা মূল্য মেনে নিয়েছে বলে অর্থ মন্ত্রণালয়সূত্র জানিয়েছেন। স্পাইসজেটের পক্ষ থেকেও দরপত্র জমা দেওয়া হয়েছিল। তবে টাটা দরপত্রের সরকারের নির্দিষ্ট মূল্যের চেয়ে ৩ হাজার কোটি রুপি বেশি দেওয়ার প্রস্তাব করায় তাদের প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

সূত্র জানান, এয়ার ইন্ডিয়া উড়োজাহাজ চালাতে গিয়ে প্রতিদিন ২৯ কোটি রুপি লোকসান দেয়। মোট লোকসানের পরিমাণ ৭০ হাজার কোটি রুপি। বেশ কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকার এয়ার ইন্ডিয়া বেচে দেওয়ার চেষ্টা করছে। তবে বিক্রিতে সফল হলো এ বছর। বর্তমানে এয়ার ইন্ডিয়ার ৪ হাজার ৪০০ অভ্যন্তরীণ ল্যান্ডিং ও পার্কিং স্লট রয়েছে। বিদেশে রয়েছে ৯০০।

২০০৭ সালে দেশি বিমান সংস্থা ইন্ডিয়ান  এয়ারলাইনসের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পর থেকেই লোকসানে চলছে এয়ার ইন্ডিয়া।

শিল্পগোষ্ঠী টাটা ১৯৩২ সালে শুরু করে টাটা এয়ারলাইনস। ১৯৪৬ সালে সে সংস্থার নাম বদল করে রাখা হয় এয়ার ইন্ডিয়া। ১৯৫৩ সালে কেন্দ্রীয় সরকার এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করে। তা সত্ত্বেও ১৯৭৭ সাল পর্যন্ত এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান ছিলেন জে আর ডি টাটা। এ মুহূর্তে বাজারে এয়ার ইন্ডিয়ার ঋণের পরিমাণ ৪৩ হাজার কোটি টাকা। কিনে নেওয়ায় টাটার হাতে চলে যাবে এয়ার ইন্ডিয়ার ৮৪ শতাংশ শেয়ার।

সর্বশেষ খবর