মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
দলবেঁধে ধর্ষণ ও হত্যা

যশোর কারাগারে দুজনের ফাঁসি কার্যকর

নিজস্ব প্রতিবেদক, যশোর

দীর্ঘ ১৮ বছর পর চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রায়লক্ষীপুর গ্রামে দুই বান্ধবীকে দলবেঁধে ধর্ষণের পর হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই কয়েদির ফাঁসি কার্যকর করা হয়েছে। গতকাল রাত ১০টা ৪৫ মিনিটে যশোর কেন্দ্রীয় কারাগারে তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন জেলার তুহিন কান্তি খান। দন্ডিতরা হলেন- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রায়লক্ষীপুর গ্রামের মিন্টু ওরফে কালু ও আজিজ ওরফে আজিজুল।

যশোর কেন্দ্রীয় কারাগারের একটি সূত্র জানায়, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন নাকচ হওয়ার পর দুই আসামির ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন করে কারা কর্তৃপক্ষ। জল্লাদের দায়িত্বে ছিলেন মশিয়ার, কেতু, কামালসহ কয়েকজন। জেলার তুহিন কান্তি খান জানান, শনিবার দুই আসামির পরিবারের সদস্যরা তাদের সঙ্গে শেষবারের মতো দেখা করে গেছেন। বিচারিক ও সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে ১৮ বছর পর এ মামলার রায় কার্যকর হয়েছে। জেলার বলেন, ফাঁসির রায় কার্যকরের সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিভিল সার্জনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কারাগার সূত্রে জানা যায়, আজিজুল ওরফে আজিদ ওরফে আজিজ এবং মিন্টু ওরফে কালু ২০০৩ সালের সেপ্টেম্বরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুই বান্ধবীকে ধর্ষণের পর হত্যা করে। এ ব্যাপারে ২০০৩ সালের ২৮ সেপ্টেম্বর মামলা হয়। এ মামলায় চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক ২০০৭ সালের ২৬ জুলাই আসামি আজিজুল ও মিন্টুকে মৃত্যুদন্ড ও ২ লাখ টাকা করে জরিমানার আদেশ দেন। পরে আসামিপক্ষ হাই কোর্টে আপিল করলে ২০১২ সালের ১১ নভেম্বর হাই কোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখে। চলতি বছরের ২৬ জুলাই সুপ্রিম কোর্টও একই রায় বহাল রেখেছে। পরে রাষ্ট্রপতির কাছে তাদের প্রাণভিক্ষার আবেদনও নাকচ হয়।

সর্বশেষ খবর