মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
কৃষি

মরুভূমির ত্বিন ফল এখন ঠাকুরগাঁওয়ে

ঠাকুরগাঁও প্রতিনিধি

মরুভূমির ত্বিন ফল এখন ঠাকুরগাঁওয়ে

ঠাকুরগাঁওয়ে প্রথমবারের মতো ব্যক্তি উদ্যোগে চাষ শুরু হয়েছে ত্বিন ফলের। এ ফলটি ঔষধি গুণসম্পন্ন এবং স্বাদে মিষ্টি। এ ছাড়া ব্রেস্ট ক্যান্সার রোধ ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগের প্রতিকারও পাওয়া যায় এ ফল থেকে। বেসরকারি একটি উন্নয়ন সংস্থার পরিচালক (প্রশাসন) সেলিমা আক্তার সদর উপজেলার মুন্সিরহাট এলাকায় এ বছর এক একর জমিতে মরুভূমির ত্বিন ফল চাষ করে সফল হয়েছেন। পরীক্ষামূলক চাষে সফল হওয়ার পর এখন কৃষক পর্যায়ে বাণিজ্যিকভাবে ছড়িয়ে দিতে কাজ করছেন। ফল আসতে শুরু করায় দৃষ্টি কেড়েছে স্থানীয়দের। বাগান দেখতে আসা শহরের হাজিপাড়া মহল্লার রুবেল রানা ও শাহিন আলম নামে দুই ব্যবসায়ী বলেন, আরব দেশ মরুভূমির ফল এখন নিজ এলাকায় চাষাবাদ হচ্ছে। তাই ফলটি দেখার আগ্রহ নিয়ে ছুটে এসেছি। যেই ফলটির কথা পবিত্র কোরআনে আছে সুরা ত্বিন-এ। এই ফলটি দেখতে পেয়ে আমাদের অনেক ভালো লাগল। বাগানের কর্মরত শ্রমিক শফিকুল জানান, ত্বিন গাছটিতে কোনো রকম রাসায়নিক সার দেওয়া হয়নি। জৈব ও কম্পোজড সার মিশিয়ে গোড়ায় দিয়েছি। নিয়মিত আগাছা পরিষ্কার ও পরিচর্যার মাধ্যমে গাছগুলো বড় হয়ে উঠেছে। এ সময়ে তেমন কোনো রোগবালাই দেখা যায়নি। রোপণকৃত গাছগুলোর মাটি বেলে ও দোআঁশ মাটির সংমিশ্রণ হলেও এই আবহাওয়ার সঙ্গে এখন মানিয়ে নিয়েছে ত্বিন । উদ্যোক্তা সেলিমা আক্তার জানান, শখের বসে এই ফলের চারা রোপণ করা হয়েছিল। প্রথম বছরে আশানুরূপ ফলন হয়েছে। এখন বাণিজ্যিকভাবে চারা উৎপাদন ও মাঠপর্যায়ে কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে। তবে ত্বিন গাছটির বীজ থেকে চারা উৎপাদনের হার কম হওয়ায় নির্ভরতা করতে হচ্ছে কাটিং বা কলম চারায়। যার কারণ হচ্ছে বীজের চারায় ফলন আসে কয়েক বছর পর। অন্যদিকে কলম চারায় ফল আসে মাত্র ৬ মাসে। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আবু হোসেন বলেন, বেসরকারিভাবে ঠাকুরগাঁওয়ে এই প্রথমবার ত্বিন চাষ করা হচ্ছে। ত্বিন ফলের বাগানটিতে মাঠপর্যায়ে কৃষি উপ-সহকারীগণ নিয়মিত পরিদর্শন করে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন। ঠাকুরগাঁও সদর হাসপতালের আয়ুর্বেদিক চিকিৎসক ডা. জিপি সাহা বলেন, এ ফলটিতে রয়েছে ৭০ প্রকারের ভেজষ গুণ। এই ফলের প্রধান উপকারিতা হচ্ছে এটি ডায়াবেটিস রোগীদের জন্য এক মহাঔষধ। এই ফল সবজি হিসেবে খেতে আমরা রোগীদের পরামর্শ দিয়ে থাকি। এ ছাড়াও কোষ্ঠকাঠিন্য, শরীরে  মেদ কমানো, উচ্চ রক্তচাপ, ব্রেস্ট ক্যান্সার, শরীরে হিমোগ্লোবিন ঠিক রাখা, মানসিক ক্লান্তি দূর করাসহ অনেক রোগ নিরাময়ে এই ফলটি সহায়তা করে।

 

সর্বশেষ খবর