বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

‘স্ত্রীকে হত্যা করে এসেছি, লাশ নিয়ে আসেন’

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন এক ব্যক্তি। গতকাল জেলার রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের নাড়াদিঘী গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে। রানীশংকৈল থানা পুলিশ জানায়, ফজরের নামাজের সময় ৫৮ বছর বয়সী হাবিবুর রহমান তাঁর স্ত্রী রুখসানা  বেগমকে ঘুম থেকে ডেকে তোলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগ্বিতন্ডা হয়। একপর্যায়ে হবিবুর রহমান লোহার শাবল দিয়ে রুখসানার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর স্ত্রীর লাশ ঘরে রেখে সকাল সাড়ে সাতটার দিকে রানীশংকৈল থানায় গিয়ে আত্মসমর্পণ করেন হাবিবুর। এসময় হাবিবুর পুলিশকে বলেন, ‘আমার স্ত্রীকে হত্যা করেছি। আপনারা তার লাশ উদ্ধার করেন।’ তখন পুলিশ তাকে আটক করে ঘটনাস্থলে যায়। সেখানে একটি কক্ষে  রুখসানার রক্তাক্ত লাশ দেখতে পায় পুলিশ। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

আবদুল মান্নান নামের হাবিবুর রহমানের এক প্রতিবেশী বলেন, তাঁদের দাম্পত্য জীবন ভালোই কাটছিল। হঠাৎ এমন কী ঘটে গেল! তাঁদের তিন মেয়ে ও দুই ছেলে আছে। দুই মেয়ের বিয়ে হয়েছে ও এক মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। দুই ছেলে ঢাকায় চাকরি করেন। রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন, কী কারণে হত্যাকান্ডটি ঘটানো হয়েছে, তা পরিষ্কার নয়। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হবিবুর রহমানকে আজ আদালতে পাঠানো হবে।

সর্বশেষ খবর