শনিবার, ৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সাত মাসে সর্বনিম্ন মৃত্যু

২৪ ঘণ্টায় শনাক্ত ৬৪৫, মৃত্যু ৭

নিজস্ব প্রতিবেদক

দেশে করোনাভাইরাস সংক্রমণে দৈনিক মৃত্যুর সংখ্যা প্রায় সাত মাস পর দশের নিচে নেমেছে। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সাতজন করোনা রোগীর মৃত্যু হয়েছে, যা ২১১ দিনের মধ্যে ২৪ ঘণ্টায় সবচেয়ে কম মৃত্যুর ঘটনা। সবশেষ এক দিনে এর চেয়ে কম (ছয়জন) মৃত্যুর খবর দেওয়া হয়েছিল গত ১১ মার্চ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২৩ হাজার ৩০২ জনের নমুনা পরীক্ষায় ৬৪৫ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২.৭৭ শতাংশ। দেশে গতকাল পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ  ৬১ হাজার ৪৬৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৬৫৪ জনের। সুস্থ হয়েছেন ১৫ লাখ ২২ হাজার ৫৯১ জন। এদিকে দীর্ঘদিন পর দেশের একটি বিভাগে শনাক্তের হার ১ শতাংশের নিচে নেমে এসেছে গত ২৪ ঘণ্টায়। এ সময়ে নমুনা পরীক্ষায় সিলেট বিভাগে দশমিক ৮০ শতাংশ, চট্টগ্রাম বিভাগে  ১.৬২ শতাংশ, বরিশাল বিভাগে ২.৯৪ শতাংশ, ঢাকা বিভাগে ২.৯৮ শতাংশ, ময়মনসিংহ বিভাগে ৩ শতাংশ, খুলনা বিভাগে ৩.১৬ শতাংশ, রাজশাহী বিভাগে ৩.৫৮ শতাংশ ও রংপুর বিভাগে ৬.১১ শতাংশ ছিল শনাক্তের হার। আগের দিন বরিশাল ও রংপুর বিভাগে শনাক্তের হার ৬ শতাংশের ওপরে থাকলেও গত ২৪ ঘণ্টায় বরিশালে আবারও ৩ শতাংশের নিচে নেমেছে। তবে রংপুর বিভাগে শনাক্তের হার ৬ শতাংশের ওপরেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে তিনজন ছিলেন পুরুষ ও চারজন নারী। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত সবার বয়স ছিল ৪১ থেকে ৭০ বছরের মধ্যে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৩ জন করে ও রংপুর বিভাগে ১ জন মারা গেছেন। বাকি পাঁচ বিভাগে গত এক দিনে কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর