শনিবার, ৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

কলাবাগান ক্রীড়া চক্র মাঠে পূজার অনুমতি না দিলে আন্দোলনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অনুমতি থাকার পরও রাজধানীর কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুর্গাপূজা উদযাপন করতে বাধা দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এমন অভিযোগ এনে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে ধানমন্ডি সার্বজনীন পূজা উদযাপন কমিটি। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কলাবাগান ক্রীড়া চক্র মাঠে পূজার অনুমতি না   দিলে বা বাধা সৃষ্টি করলে রাজধানীসহ সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ, আন্দোলন, সব পূজা মন্দিরে  কালোপতাকা প্রদর্শন ছাড়াও গণঅনশনের মতো কর্মসূচি পালন করা হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন ধানমন্ডি সার্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সমেন সাহা। এ সময় সভাপতি প্রকৌশলী শৈলেন্দ্রনাথ সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জয়ন্ত সেন দিপু, কাজল দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে বলা হয়, ‘গত ২৬ আগস্ট আমরা বিগত বছরের মতো নিয়মকানুন ও স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র বরাবর লিখিত আবেদন করি। কিন্তু এক মাস অতিবাহিত হওয়ার পরও বারবার যোগাযোগ করেও কোনো সাড়া পাইনি। ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, মোহাম্মদপুর, নিউমার্কেট ও আশপাশের এলাকার বাসিন্দারা ২০০৭ সাল থেকে কলাবাগান ক্রীড়াচক্র মাঠে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন করে আসছেন। এ এলাকার প্রায় ৬০ হাজার হিন্দু অধিবাসীর জন্য কোনো মন্দির না থাকায়, কলাবাগান ক্রীড়াচক্র মাঠে গত ১৪ বছর ধরে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হচ্ছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর