রবিবার, ১০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

টানা ১৯ দিন শনাক্তের হার ৫ শতাংশের নিচে

নিজস্ব প্রতিবেদক

টানা ১৯ দিন শনাক্তের হার ৫ শতাংশের নিচে

নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্তের হার ২১ সেপ্টেম্বর থেকে টানা ১৯ দিন ৫ শতাংশের নিচে রয়েছে। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পরীক্ষিত নমুনায় সংক্রমণ শনাক্তের হার ছিল ২.৪৫ শতাংশ, যা গত সাড়ে সাত মাসের মধ্যে সর্বনিম্ন। সবশেষ এর চেয়ে কম ২.৩৩ শতাংশ শনাক্ত হারের খবর দেওয়া হয়েছিল গত ২১ ফেব্রুয়ারি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল অনুযায়ী টানা তিন থেকে চার সপ্তাহ করোনাভাইরাস সংক্রমণ হার ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরে নেওয়া হয়। বাংলাদেশে টানা ১৯ দিন সংক্রমণ হার ৫ শতাংশের নিচে রয়েছে। তবে দেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, গত ফেব্রুয়ারি জুড়ে সংক্রমণ হার ৪ শতাংশের নিচে থাকলেও ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে জুন, জুলাই ও আগস্টে সংক্রমণ ও মৃত্যু সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তাই দ্রুত টিকার কাভারেজ বাড়ানো না গেলে ও স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করতে না পারলে সংক্রমণ আবারও বাড়তে পারে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯২৫ জনের নমুনা পরীক্ষায় ৪১৫ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২.৪৫ শতাংশ। এই সময়ে মৃত্যু হয়েছে ২০ জনের, যা আগের দিনের চেয়ে ১৩ জন বেশি। গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬১ হাজার ৮৭৮ জন। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৬৭৪ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৩ হাজার ১৩৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১২ জন ছিলেন পুরুষ ও আটজন নারী। সবার মৃত্যু হয়েছে হাসপাতালে। এর মধ্যে নয়জন ঢাকা বিভাগে, চারজন চট্টগ্রাম বিভাগে, তিনজন রংপুর বিভাগে, দুজন ময়মনসিংহ বিভাগে এবং একজন করে খুলনা ও বরিশাল বিভাগে মারা গেছেন। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ১১ জন ছিলেন ষাটোর্ধ্ব, তিনজন পঞ্চাশোর্ধ্ব, দুজন চল্লিশোর্ধ্ব, দুজন ত্রিশোর্ধ্ব ও দুজনের বয়স ছিল ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল যথাক্রমে রাজশাহী বিভাগে ৩.৩০ শতাংশ, ঢাকা বিভাগে ৩ শতাংশ, রংপুর বিভাগে ২.৪৭ শতাংশ, খুলনা বিভাগে ২ শতাংশ, সিলেট বিভাগে ১.৬০ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ১.৫৬ শতাংশ, ময়মনসিংহ বিভাগে ১.৩৬ শতাংশ ও বরিশাল বিভাগে দশমিক ৯০ শতাংশ।

সর্বশেষ খবর