শিরোনাম
সোমবার, ১১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

তৃতীয় ঢেউ আসবে কি?

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুহার কমতে শুরু করেছে। সংক্রমণ হার ২-৩ শতাংশের মধ্যে ওঠানামা করছে। সামনে তৃতীয় ঢেউ আসবে কি না এ প্রশ্ন জনমনে। অণুজীব বিজ্ঞানী ও ভাইরাস বিশেষজ্ঞদের মধ্যে এ নিয়ে রয়েছে মতভেদ। কেউ মনে করছেন, ডিসেম্বরের মধ্যে সংক্রমণ হার নিয়ন্ত্রণে চলে আসবে। কেউ মনে করছেন, আগামী বছর মার্চে আবার ঢেউ আসতে পারে। তবে করোনা প্রতিরোধে গণজমায়েত রোধ, স্বাস্থ্যবিধি মানা এবং টিকাদান কর্মসূচি ধারাবাহিক রাখার পক্ষে একমত তারা। কথা বলেছেন জয়শ্রী ভাদুড়ী

 

মার্চে তৃতীয় ঢেউয়ের শঙ্কা আছে

 

ডিসেম্বরের মধ্যে স্বাভাবিক হবে পরিস্থিতি

 

সংক্রমণ কমলেও দুশ্চিন্তা থাকবেই

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর