সোমবার, ১১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বোধনে শুরু দুর্গোৎসবের

আজ মহাষষ্ঠী

নিজস্ব প্রতিবেদক

বোধনে শুরু দুর্গোৎসবের

ধূপ-ধুনুচি, পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যে আজ সন্ধ্যায় আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। বোধনের ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। শিশির ধোয়া শারদ প্রভাতে বেজে উঠেছে দেবীর আগমনী সুর।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি এখন সার্বজনীন উৎসব। পঞ্জিকার সূচি অনুযায়ী আজ সকাল ৬টা ৫৩ মিনিটে ষষ্ঠী শুরু। মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মন্ডল বলেন, ‘ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আজ সন্ধ্যায় দেবীর বোধন অনুষ্ঠিত হবে। এ নির্ঘণ্ট মেনে দেশের পূজামন্ডপগুলোতে চলছে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি। এ বছর ঢাকেশ্বরী মন্দিরে প্রধান পুরোহিতের দায়িত্ব পালন করবেন ধর্মদাস চট্টোপাধ্যায়। মহামারীর কারণে গত বছরের মতো এ বছরও রামকৃষ্ণ মিশন মঠে হবে না কুমারী পূজা।’ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি বলেন, ‘এ বছর রাজধানীতে ২৩৮টি ও সারা দেশে ৩২ হাজার ১১৭টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আজ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সূচনা হচ্ছে শারদীয় দুর্গোৎসবের।’ রাজধানীর পূজামন্ডপগুলোতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। আলোকসজ্জায় রঙিন হয়ে উঠেছে রাজধানী। পালবাড়ি থেকে পূজামন্ডপে আনা হচ্ছে প্রতিমা। করোনাভাইরাস মহামারীর কারণে এবার দুর্গাপূজায় নেই উৎসবের সেই আমেজ।

তবুও ধর্মীয় রীতিনীতি ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে পূজামন্ডপে চলছে পূজার আয়োজন। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণে সনাতন সমাজ কল্যাণ সংঘের পূজামন্ডপ তৈরির কাজ শেষ। উত্তম রায়ের তৈরি প্রতিমা বসানো হয়েছে মন্ডপে। সনাতন সমাজ কল্যাণ সংঘের সভাপতি সমীর চন্দ বলেন, ‘প্রতি বছর আমরা মহা-ধুমধামে পূজার আয়োজন করি। কিন্তু করোনা পরিস্থিতির কারণে আলোকসজ্জা সীমিত করা হয়েছে। মন্ডপে আগত ভক্তদের দেওয়ার জন্য মাস্ক রাখা হবে। এ ছাড়া পূজামন্ডপের প্রতিটি কোনায় হ্যান্ড স্যানিটাইজার থাকবে। দর্শনার্থীদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রাখতে ১০১ সদস্যের স্বেচ্ছাসেবক টিম কাজ করবে পূজামন্ডপে।’

বনানী পূজামন্ডপে সম্পন্ন হয়েছে পূজার প্রস্তুতি। পূজা কমিটির মিডিয়া কনভেনার সন্তোষ শর্মা বলেন, ‘সোমবার সন্ধ্যা ৬টায় পূজার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি থাকবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রমকুমার দোরাইস্বামী।’

এ বছর কলাবাগান মাঠে মেলেনি পূজার অনুমতি। ধানমন্ডি সার্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সমেন সাহা জানান, কলাবাগান স্টাফ কোয়ার্টার মাঠে পূজার অনুমতি দেওয়া হয়েছে। সেখানে পূজার আয়োজন করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।’ এবার দেবী দুর্গার আগমন ঘটবে ‘ঘোটকে’। এর অর্থ চরম বিশৃঙ্খলা এবং ক্ষয়ক্ষতি দেখা দিতে পারে পৃথিবীতে। দেবী এবার ফিরে যাবেন ‘দোলায়’। রোগ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা হানাহানিতে প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে বিশ্বাস করেন সনাতন ধর্মাবলম্বীরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর