সোমবার, ১১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

চলে গেলেন রফিকুল হক দাদুভাই

নিজস্ব প্রতিবেদক

চলে গেলেন রফিকুল হক দাদুভাই

বিশিষ্ট শিশুসাহিত্যিক, ছড়াকার, শিশু সংগঠক ও প্রবীণ সাংবাদিক রফিকুল হক দাদুভাই আর নেই। গতকাল রাজধানীর মুগদায় নিজ বাসায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। রফিকুল হক দাদুভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। জানাজা শেষে গতকাল রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।

দৈনিক যুগান্তরের ফিচার এডিটর রফিকুল হক বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত বছর পরপর দুবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন  তিনি। সুস্থ হয়ে কর্মস্থলে যোগ দিলেও বার্ধক্যসহ নানা জটিলতায় পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়েন তিনি। সত্তরের দশকে গড়া শিশুকিশোরদের সংগঠন ‘চাঁদের হাট’-এর প্রতিষ্ঠাতা ছিলেন দাদুভাই। বাংলা শিশুসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য রফিকুল হক দাদুভাই বাংলা একাডেমি পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কারসহ দেশে ও বিদেশে বিভিন্ন পুরস্কার লাভ করেন। রফিকুল হক স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, বহু গুণগ্রাহী রেখে গেছেন।

সর্বশেষ খবর