সোমবার, ১১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

শেষ সম্বল জমি বিক্রি করে প্রার্থী হতে নিষেধ করায় আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

শেষ সম্বল কিছু জমি বিক্রি করে প্রার্থী হতে নিষেধ করায় পরিবারের সঙ্গে অভিমান করে এক ইউপি সদস্য আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। ওই ইউপি সদস্যের নাম মঞ্জুর রহমান (৪৮)। তিনি রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য (মেম্বার) ছিলেন। স্থানীয়রা জানান, শনিবার বেলা ১১টার দিকে ডাঙ্গাপাড়া গ্রামের নিজ বাড়িতে তিনি কীটনাশক পান করলে পরিবারের সদস্যরা প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, তানোর উপজেলার সব ইউনিয়নে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। ইউপি সদস্য মঞ্জুর এ বছর আবারও নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলেন। সে জন্য তিনি বাড়ির শেষ সম্বল কিছু জমি বিক্রি করে নির্বাচন করতে আগ্রহী ছিলেন। কিন্তু তার পরিবারের সদস্যরা তাকে নির্বাচন করতে বাধা দেন। এ অভিমানে তিনি কীটনাশক পান করেন। এ ঘটনায় তানোর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সর্বশেষ খবর