সোমবার, ১১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

জয়পুরহাটে কিশোরীকে গাছে বেঁধে নির্যাতন

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে কিশোরীকে গাছে বেঁধে নির্যাতন

জয়পুরহাটের ক্ষেতলালে ২০০ টাকা চুরির অপবাদ দিয়ে আনিকা আক্তার (৯) নামের এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে রশি দিয়ে গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। শনিবার বিকালে ক্ষেতলাল উপজেলার ধনতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় রাতেই মামলার পর অভিযুক্ত বেলী বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার বেলী ধনতলা বাজার এলাকার আবু বক্কর সিদ্দিকের স্ত্রী। নির্যাতনের শিকার আনিকা আক্তার ধনতলা বাজার এলাকার আনিসুর রহমানের মেয়ে। সে স্থানীয় সমান্তাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। স্থানীয়দের বরাত দিয়ে (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল জানান, ধনতলা বাজারের চা বিক্রেতা বেলী বেগম চা বিক্রি করছিলেন। এমন সময় ক্যাশ বাক্সে ২০০ টাকা না থাকার অভিযোগ এনে  আনিকাকে বাজারের পাশে রশি দিয়ে গাছে বেঁধে নির্যাতন করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে আনিকা ২০০ টাকা চুরি করেছে বলে অভিযোগ করেন বেলী। ওসি আরও জানান, গাছে বাঁধা ওই শিশু টাকা চুরির কথা অস্বীকার করে চিৎকার করে কাঁদতে থাকে। স্থানীয় একজন ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। মামলা হলে অভিযুক্ত বেলীকে রাতেই গ্রেফতার করা হয়।

 

সর্বশেষ খবর