মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

ভারতের ট্যুরিস্ট ভিসার জন্য নতুন করে আবেদন করতে হবে

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে আসতে হলে নতুন করে ভিসা নিতে হবে এবং স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করা যাবে না। আগামী ১৫ অক্টোবর থেকে ভিসার নতুন নিয়ম প্রবর্তন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, পুরনো ভিসা বাতিল করা হয়েছে। এখন ভারতে আসতে হলে নতুন করে আবেদন করতে হবে এবং আকাশ ও নৌ-পথেই ভারতে প্রবেশ করা যাবে। ১৫ অক্টোবর থেকে যে পর্যটন ভিসা দেওয়া হবে সেটা কেবল তাদের জন্য, যারা একত্রে বিমান ভাড়া বা চার্টার্ড করে আসবেন। আগামী ১৫ নভেম্বর থেকে সবার জন্য পর্যটন ভিসা চালু হবে। ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে এক মাস মেয়াদের জন্য। আগের মতো ডাবল অ্যান্ট্রি ভিসা হবে না। ভারতের          সঙ্গে স্থলবন্দর রয়েছে বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, চীন ও মিয়ানমারের। বন্দরগুলো হলো, আটারি, আগরতলা, পেট্রাপোল, রকসৌল, যোগবাণী, মোরে, সুতারকান্দি, শ্রীরামপুর ও কর্তারপুর। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব স্থলবন্দর দিয়ে পর্যটকদের ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, চার্টার্ড বিমানের অর্থ হলো ভারতের বন্দেভারত মিশন অনুযায়ী, এয়ার বাবল সার্ভিস। এ ছাড়া ভারতের নাগরিক উড়ান মন্ত্রণালয় যে বিমান চলাচলের অনুমতি দিচ্ছে একমাত্র সেগুলো ব্যবহার করেই ভারতে আসা যাবে। তবে সব দেশকেই অনুমতি দেওয়া হচ্ছে না। বাংলাদেশের নাগরিকরা অবশ্যই ট্যুরিস্ট ভিসার সুযোগ নিতে পারেন।

সর্বশেষ খবর