মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

খালি গায়ে নারীদের টিকা, কেন্দ্রেই ধূমপান

ঝিনাইদহ প্রতিনিধি

খালি গায়ে নারীদের টিকা, কেন্দ্রেই ধূমপান

গায়ের শার্ট খুলে রেখে নারীদের টিকা দেওয়াসহ প্রকাশ্যে ধূমপানের অভিযোগ উঠেছে ঝিনাইদহের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট শহিদুল ইসলামের বিরুদ্ধে। তার এমন কান্ডে সব মহলে চলছে আলোচনা-সমালোচনা। জানা যায়, কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নারী ও পুরুষের আলাদা বুথ নেই। এ কারণে শহিদুল ইসলাম একজন নার্স সঙ্গে নিয়ে কমপ্লেক্সে কেন্দ্রে উপস্থিত নারীদের টিকা দিতে থাকেন। গত রবিবার নারীদের টিকা দেওয়ার সময় শহিদুল তার গায়ের শার্ট খুলে রেখেছিলেন। এতে টিকা নিতে আসা  অনেক নারী বিব্রতবোধ করেন। তাছাড়া টিকা কেন্দ্র একটু ফাঁকা হলে তিনি চেয়ারে বসেই ধূমপান শুরু করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মচারী জানান, রবিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত খালি শরীরে টিকা দেন শহিদুল ইসলাম। এর মধ্যে একবার সিগারেটও খেয়েছেন তিনি। হাসপাতালে আসা রিওন হোসেন বলেন, একজন সরকারি কর্মচারী কোনোভাবেই খালি শরীরে দায়িত্ব পালন করতে পারেন না। তারপরও নারীদের করোনার টিকা প্রদান করেছেন। টিকা কেন্দ্রেই করেছেন ধূমপান। এ ঘটনায় তার শাস্তি হওয়া উচিত। শহিদুল ইসলাম বলেন, ‘প্রচ- গরমের কারণে শার্ট ঘেমে ভিজে যায়। তাই খুলে রোদে শুকাতে দিয়েছিলাম। কেন্দ্রে মানুষের চাপ ছিল। এ জন্য খালি শরীরে টিকা দিয়েছি। আর যখন লোকজন কম ছিল তখন একটু দূরে বসে ধূমপান করেছি।’ কালীগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অরুণ কুমার জানান, খালি গায়ে দায়িত্ব পালন করার নিয়ম নেই। তাছাড়া পাবলিক স্থানে ধূমপান নিষেধ। তিনি যদি এ কাজ করেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর