বুধবার, ১৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

ডিভি লটারিতে নেই বাংলাদেশ, তবু সক্রিয় ধান্দাবাজরা

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

নাগরিকত্ব পাওয়ার অন্যতম সহজ সুযোগ যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড (ডিভি-২০২৩) লটারিতে আবেদন নেওয়া হচ্ছে ৬ অক্টোবর থেকে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় এই কর্মসূচি শুরু হয়েছে। তবে বাংলাদেশ, ব্রাজিল, কানাডা, চীন, কলম্বিয়া, ডমিনিকান রিপাবলিকান, আল সালভেদর, হাইতি, হন্ডুরাস, ভারত, জ্যামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, সাউথ কোরিয়া, যুক্তরাজ্য নেই এই কর্মসূচিতে। কারণ, এসব দেশের ইতিমধ্যেই লটারিতে অংশগ্রহণের কোটা পূরণ হয়ে গেছে। ঘোষণা অনুযায়ী ৯ নভেম্বর দুপুর পর্যন্ত এই লটারির আবেদন নেওয়া হবে। আর আগামী  বছর ৮ মে থেকে বিজয়ীদের নাম উঠবে লটারিতে। এই দফায় মোট ৫৫ হাজার জন বিজয়ী হবে। বিজয়ীর স্বামী/স্ত্রী, সন্তানেরাও ভিসার যোগ্য হবেন। আবেদন যথারীতি নেওয়া হচ্ছে স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে-Dvprogram.state.gov। পররাষ্ট্র মন্ত্রণালয় যোগ্য দেশগুলোর নাগরিকদের কালক্ষেপণ না করে ওয়েবসাইটে আবেদন করার পরামর্শ দিয়েছে। আবেদন জমা দিতে কোনো ফি লাগবে না। জানা গেছে, গত বছর এ লটারিতে ৭৩ লাখ ৩৬ হাজার ৩০২ জন আবেদন করেছিলেন। বিজয়ী ৫৫ হাজার জনের মধ্যে সবচেয়ে বেশি ছিল মিসর, রাশিয়া, সুদান এবং আলজেরিয়া। উল্লেখ্য, যে সব দেশ কম ভিসা পাচ্ছে, কেবলমাত্র তারাই এ লটারিতে অন্তর্ভুক্ত হয়। বাংলাদেশ অনেক আগেই ডিভি লটারির আওতামুক্ত হয়েছে। এরপরও যুক্তরাষ্ট্রে সংঘবদ্ধ একটি চক্র এবারও ঢাকায় তাদের এজেন্টদের জানিয়েছে গ্রামের উচ্চশিক্ষিতদের আবেদন ওয়েবসাইটে পাঠানোর জন্য। এ জন্য তারা নির্দিষ্ট পরিমাণের ফি ধার্য করে দিয়েছে বলে নিউইয়র্কে ব্যাপক গুঞ্জন উঠেছে। এমন নিশ্চয়তাও দেওয়া হচ্ছে যে, তাদের মাধ্যমে আবেদন করলেই ভাগ্য প্রসন্ন হবে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা। তারা জানান, বাংলাদেশের কোনো নাগরিক ডিভি লটারিতে আবেদনের যোগ্য নন। তাই তারা যেন কারও কথায় বিভ্রান্ত না হন।

সর্বশেষ খবর