শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

আজ শুভ বিজয়া দশমী

নিজস্ব প্রতিবেদক

আজ শুভ বিজয়া দশমী

‘আসছে বছর আবার হবে’ এ বার্তা দিয়ে পৃথিবী থেকে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। আজ শুভ বিজয়া দশমী। দুষ্টের দমন শিষ্টের পালনের বার্তা নিয়ে মর্ত্যে আসেন দেবী। দশমী তিথিতে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। গতকাল বিকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, ‘আপনারা সংখ্যালঘু, অন্যরা সংখ্যাগুরু এ রকমটি ভাববেন না। স্বাধীন দেশের নাগরিক হিসেবে পূর্ণ স্বাধীনতা নিয়ে থাকবেন। আপনারা আমাদের আপনজন।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা এ দেশের নাগরিক, আপনারা অন্যদের মতোই সমঅধিকার পাবেন। স্বাধীনভাবে নিজ ধর্মীয় উৎসব উদ্যাপন করবেন। ইসলাম ধর্ম বিভেদের কথা বলে না। ইসলাম সব ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে। স্বাধীনতা নিয়ে মানুষ যার যার ধর্ম পালন করবে।’

পঞ্জিকামতে গতকাল রাত ১০টা ২২ মিনিটে শুরু হয়ে আজ রাত ৮টা ৫০ মিনিট পর্যন্ত স্থায়ী হবে দশমী তিথি। এর মধ্যেই দশমী বিহিত পূজা শেষ করবেন পুরোহিতরা। পূজা শেষে দর্পণ বিসর্জন করা হবে। উপবাস থেকে অঞ্জলি প্রদান করবেন ভক্তরা। এবার দেবী দুর্গার আগমন ঘটেছে ‘ঘোটকে’। এর অর্থ চরম বিশৃঙ্খলা এবং ক্ষয়ক্ষতি দেখা দেবে পৃথিবীতে। দেবী ফিরে যাবেন ‘দোলায়’। এর মানে রোগ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা হানাহানিতে প্রাণহানি ঘটতে পারে বলে বিশ্বাস করেন সনাতন ধর্মাবলম্বীরা। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটইর্জ বলেন, ‘এ বছর রাজধানীতে ২৩৮টি ও সারা দেশে ৩২ হাজার ১১৭টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এ বছর বিজয়া দশমীর শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। প্রতিটি পূজামন্ডপ আলাদাভাবে প্রতিমা বিসর্জন দেবে। মহানগরীর ওয়াইজঘাট, তুরাগ, ডেমরা, পোস্তগোলা ঘাটে হবে প্রতিমা বিসর্জন।’ বসুন্ধরা সর্বজনীন পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক পবিত্র সরকার বলেন, ‘মহামারীর কারণে এবার আমরা প্রতিমা নিয়ে বিজয় শোভাযাত্রায় যুক্ত হতে পারছি না। বালু নদে প্রতিমা বিসর্জনের সিদ্ধান্ত নিয়েছি।’

মহানগরী সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মন্ডল বলেন, ‘দশমীতে নারীরা সিঁদুর বরণ করবেন তবে এবার সিঁদুর উৎসব হচ্ছে না। থাকছে না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। বিকাল ৩টায় প্রতিমা বিসর্জনের জন্য আমরা রওনা হব। মহামারীর কারণে গতবারের মতো এবারও বিজয় শোভাযাত্রা না করার সিদ্ধান্ত হয়েছে।’ প্রতিটি মন্ডপ তাদের কাছাকাছি সুবিধামতো জায়গায় প্রতিমা বিসর্জন দেবে বলে জানান তিনি।

গতকাল নবমী উপলক্ষে পূজামন্ডপে ছিল ভক্ত-দর্শনার্থীর ঢল। বাহারি পোশাকে মন্ডপে মন্ডপে ঘুরে প্রতিমা দর্শন করেন তারা। ঢাকের বাদ্যে নবমীর আয়োজন ছিল জমজমাট। তবে ভিড় বেশি হওয়ায় স্বাস্থ্যবিধি বজায় রাখতে মন্দির কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবীদের হিমশিম খেতে হয়।

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে ওবায়দুল কাদের : গতকাল সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তাঁর সঙ্গে দলের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপি নেতাদের পূজামন্ডপ পরিদর্শন :  সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতারা। গতকাল দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটিসহ বিভিন্ন পর্যায়ের নেতা পূজামন্ডপ পরিদর্শন করেন। বিকালে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের গ্রামের বাড়ি কেরানীগঞ্জের মির্জাপুরের পূজামন্ডপ দিয়ে এ পরিদর্শন শুরু করেন মির্জা ফখরুল। এ পূজামন্ডপ আরও পরিদর্শন করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা জহিরউদ্দিন স্বপন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শামা ওবায়েদ প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর