শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

জামাই-শাশুড়ির মাদক সিন্ডিকেট

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডি থেকে প্রায় ১ কোটি টাকার ক্রিস্টাল মেথ (আইস), ইয়াবাসহ এক নারী ও তার মেয়েজামাইকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। গতকাল সকালে তাদের আটক করা হয়। তারা হ?লেন আরাফা আক্তার ও রবিন। এরা দুই বছর ধরে ঢাকায় কোটি টাকার মাদক বাণিজ্য করে আসছিলেন। গতকাল সন্ধ্যা ৬টায় রাজধানীর তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব জানানো হয়েছে। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ। তাদের থেকে ২ হাজার ৩৮১ পিস ইয়াবা, ৪২৪ গ্রাম হেরোইন, ১৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ছাড়া সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক রাশেদুজ্জামান জানিয়েছেন, মঙ্গলবার থেকে গতকাল পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী, গেন্ডারিয়া, রমনা, তেজগাঁও শিল্প এলাকা, আদাবর ও ধানমন্ডি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আদাবরের মোহাম্মদী হাউজিং সোসাইটি এলাকা থেকে রবিনকে গ্রেফতার করে ৩ হাজার ২০০ পিস ইয়াবা ও ১৭০ গ্রাম আইস জব্দ করা হয়। রবিনের দেওয়া তথ্যে পশ্চিম ধানমন্ডিতে অভিযান চালিয়ে তার শাশুড়ি আরাফা আক্তারকে ১০০ গ্রাম আইস, ৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ ছাড়া মঙ্গলবার যাত্রাবাড়ী, গেন্ডারিয়া, রমনা ও তেজগাঁও শিল্প এলাকায় অভিযান চালিয়ে ইবরাহিম, গৌরাঙ্গ সাহা বাবু, হৃদয় পোদ্দার ও মনজুর আলমকে গ্রেফতার করে মোট ৮ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়- দুই দিনে মোট ছয়জনের কাছ থেকে ২৭০ গ্রাম ক্রিস্টাল মেথ ও ১৫ হাজার ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি টাকা। ডিএমপি সূত্র জানান, বুধবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত ডিএমপি বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪২ মাদক সেবনকারী ও কারবারিকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩২টি মামলা হয়েছে।

সর্বশেষ খবর